এই মুহূর্তে ভারতের বাজারে যে ক’টি স্মার্টফোন নির্মাণ কোম্পানি 5G ফোন লঞ্চ করেছে, Redmi তাদের মধ্যে অন্যতম। চীনা এই মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি বিগত কয়েক বছর ধরে সবচেয়ে সস্তার স্মার্টফোন বিক্রি করছে ভারতের বাজারে। পাশাপাশি ফোন গুলির ফ্রি সার্ভিস, দুর্দান্ত ফির্চাস এবং কাস্টমার সাপোর্টের ব্যবস্থা করে বর্তমানে Redmi মানুষের বিশ্বাস অর্জন করে নিয়েছে।
জানা যাচ্ছে, প্রথাগত নিয়ম মেনে খুব শীঘ্রই ভারতের বাজারে নিজেদের দামদার 5G স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Redmi। যার প্রারম্ভিক মূল্য 20 হাজার টাকার কম হবে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে Redmi-র এই দুর্ধর্ষ স্মার্ট ফোন আপনার জন্য হয়ে উঠতে পারে দুর্দান্ত বিকল্প। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Redmi-র আসন্ন স্মার্টফোনটিতে কি ধরনের আধুনিক ফির্চাস যুক্ত করতে চলেছে সংস্থাটি-
প্রথমে যদি Redmi Note 13 Pro Max 5G স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এই ফোনে গরিলা গ্লাস প্রটেকশন সহ 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, শক্তিশালী এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 720G-র মতো শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হবে বলেও জানা যাচ্ছে।
পাশাপাশি, দুর্দান্ত এই স্মার্টফোনটিতে 6GB RAM/ 8GB RAM লক্ষ্য করা যাবে। যা 256GB স্টোরেজের সাথে বাজারে উপলব্ধ হবে। যদি শক্তিশালী এই ফোনের ক্যামেরার কথা বলি, তবে এর পেছনে 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেখা যাবে। এছাড়া সেলফি তোলার জন্য এতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হবে। যদি দুর্ধর্ষ এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে 5200mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারির এই স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য হতে পারে 18,500 টাকা।