ব্যাটারি নিয়ে ভাবনা নেই, ছবি উঠবে বিন্দাস, কিনে নিন Redmi Note 13 Pro Max

চীনা স্মার্টফোন নির্মাতা রেডমি সেপ্টেম্বরে চীনে Note 13 Pro Max লঞ্চ করেছিল। এর সাথে রেডমি নোট ১৩ এবং নোট ১৩ প্রো+ আনা হয়েছিল। সংস্থার এই…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

চীনা স্মার্টফোন নির্মাতা রেডমি সেপ্টেম্বরে চীনে Note 13 Pro Max লঞ্চ করেছিল। এর সাথে রেডমি নোট ১৩ এবং নোট ১৩ প্রো+ আনা হয়েছিল। সংস্থার এই সিরিজের স্মার্টফোন জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি মাসের শুরুতে ইউরোপে এসব স্মার্টফোনের আনুমানিক দাম সম্পর্কে তথ্য পাওয়া যায়।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, 200MP ক্যামেরা সেন্সর সহ Redmi Note 13 Pro Max 5G হবে DSLR ক্যামেরার অন্যতম প্রতিদ্বন্দ্বী। শুধু তাই নয়, 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি 60 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা + 48 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা + 12 মেগাপিক্সেলের চতুর্থ ক্যামেরা + এবং 12MP মেগাপিক্সেলের পঞ্চম ক্যামেরা সেন্সর সেট-আপ থাকবে। পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও থাকবে Redmi Note 13 Pro Max ফোনে।

Advertisements

Redmi Note 13 Pro Max

Redmi Note 13 Pro Max ফোনে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। এছাড়া দামদার এই ফোনে Snapdragon 720G-র প্রসেসর ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তির এই ফোনে 5,300mAh-এর শক্তিশালী ব্যাটারি দেখতে পাবেন গ্রাহকরা। তবে শক্তিশালী এই স্মার্টফোনের লঞ্চের তারিখ এবং দামের ব্যাপারে এখনও পর্যন্ত কোনরকম তথ্য প্রকাশ করেনি Redmi।

Redmi Note 13 Pro Max ৫জি ফোনটিতে 5000 এমএএইচ- এর শক্তিশালী ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্টেড হতে পারে। এর পাশাপাশি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 60 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল মাইক্রোলেন্স এবং এর সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। এই ফোন সম্পর্কে এখন একাধিক আনবক্সিং রিভিউ এখন পেয়ে যাবেন ইন্টারনেটে।

Advertisements