ধারাবাহিকতা বজায় রাখতে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে চীনা মোবাইল প্রস্তুত করার সংস্থা Redmi। সবচেয়ে কম দামে গ্রাহকদের হাতে সেরা স্মার্টফোন তুলে দিতে সর্বদা পরীক্ষা চালাচ্ছে এই কোম্পানিটি। তবে এবার যে কারণে এই কোম্পানিটির কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে, সেটি তাদের স্মার্টফোনের জন্য নয়। বরং ভারত তথা বিশ্ব বাজার কাঁপাতে নতুন ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে কোম্পানিটি।
আমরা আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই ভারতের বাজারে Xiaomi Pad 6 নামের সুপার ট্যাবলেট লঞ্চ করেছে Redmi। সদ্য প্রকাশিত এক সংবাদের তথ্য অনুযায়ী, খুব শীঘ্রই Redmi Pad 2 নামে আরও একটি দুর্দান্ত ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফ থেকে নতুন ট্যাবলেটের স্পেসিফিকেশন সম্পর্কে কোনরকম তথ্য প্রকাশ করা না হলেও একাধিক সংবাদমাধ্যমে গোপন তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Redmi Pad 2 ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে-
প্রথমেই যদি দুর্দান্ত এই ট্যাবলেটের শক্তিশালী ডিসপ্লে সম্পর্কে বলি, তবে সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে 10 থেকে 11 ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে। তবে কোন কোন সংবাদমাধ্যমে দাবী করা হয়েছে, দুর্দান্ত এই ট্যাবলেটটে 10.63 ইঞ্চির ডিসপ্লে লক্ষ্য করা যাবে। যা 90Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। যদি শক্তিশালী এই ট্যাবের ক্যামেরার কথা বলি, তবে এর পিছনে 8 মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে বলে দাবি করা হচ্ছে।

দুর্দান্ত এই ট্যাবলেটটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া ট্যাবলেটটিতে 8,000mAh-এর বিশাল ব্যাটারি প্যাক প্রদান করা হবে। আমরা আপনাদের জানিয়ে রাখি, প্রথমে এই ট্যাবলেটটি চীনের বাজারে লঞ্চ করা হবে। এরপর ভারতের বাজার কাঁপাতে আসবে Redmi Pad 2। যদি দামের কথা বলি, তবে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, Redmi Pad 2 ট্যাবলেটটির দাম 20,000 টাকার কাছাকাছি হতে পারে।







