Redmi 12C: এক ধাক্কায় দাম কমলো Redmi 12C-র! 50MP ক্যামেরা সহ দেখে নিন ফোনটির দুর্দান্ত ফিচার্স

বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে যে কয়টি স্মার্টফোন নির্মাণ কোম্পানি সগৌরবে বিজনেস করছে, তার মধ্যে Redmi অন্যতম। চায়না মোবাইল প্রস্তুতকারক এই সংস্থা বিগত কয়েক বছর…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে যে কয়টি স্মার্টফোন নির্মাণ কোম্পানি সগৌরবে বিজনেস করছে, তার মধ্যে Redmi অন্যতম। চায়না মোবাইল প্রস্তুতকারক এই সংস্থা বিগত কয়েক বছর ধরে ভারতের বাজারে নিজেদের অধিপত্য বিস্তার করেছে। বর্তমানে সবচেয়ে কম মূল্যের দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে গেলে গ্রাহকরা অবশ্যই নিজের পছন্দের তালিকায় রাখেন এই কোম্পানির একাধিক স্মার্টফোনকে। আজ আমরা আপনাদের Redmi-র সবচেয়ে সহজলভ্য স্মার্টফোন Redmi 12C-র দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

ভারতের বাজারে যদি আপনি 10,000 কম মূল্যে একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান, সে ক্ষেত্রে আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন Redmi 12C-র নাম। প্রথমে যদি দুর্দান্ত এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে আপনি একটি 6.7 ইঞ্চির HD ডিসপ্লে দেখতে পাবেন। এছাড়া প্রসেসর হিসেবে দুর্দান্ত এই স্মার্টফোনে MediaTek Helio G85-এর শক্তিশালী চিপ সেট দেখতে পাবেন।

Advertisements

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে বলি, তবে এতে আপনি একটি 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি দেখতে পাবেন। পাশাপাশি Redmi 12C স্মার্টফোনে প্রধান ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের শক্তিশালী লেন্স দেখতে পাবেন।

যদি দামের কথা বলি, তবে প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Redmi 12C স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে ছাড় পাবেন আপনি। 4GB RAM এবং 64GB storage-এর সাথে বেস ভেরিয়েন্টটি অ্যামাজনে 8,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। যদিও বর্তমানে সেই অনলাইন প্লাটফর্মে ফোনটির ওপর 200 টাকার ফ্ল্যাট ছাড় দিচ্ছে অ্যামাজন। অর্থাৎ আপনি চাইলে দুর্দান্ত এই স্মার্টফোনটি অ্যামাজন থেকে মাত্র 8,799 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements