বিগত কয়েক বছর ধরে ভারতের বাজার দখলের লড়াইয়ে উঠে পড়ে লেগেছে স্মার্টফোন নির্মাণ সংস্থা Motorola। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বিশ্ববাজারে Motorola একমাত্র স্মার্টফোন নির্মাণ কোম্পানি, যারা সবচেয়ে সস্তা দামে সেরা স্মার্টফোন তুলে দিচ্ছে গ্রাহকদের হাতে। সম্প্রতি বিশ্ববাজারে আরও একটি প্রিমিয়াম ফোন লঞ্চ করেছে Motorola। যা ইতিমধ্যে তার চোখ ধাঁধানো ফির্চাস দিয়ে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আজ্ঞে হ্যাঁ, Motorola G13 স্মার্টফোনটি কেনার জন্য বর্তমানে গ্রাহকরা লাইন দিচ্ছেন। আজ এই নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে-
প্রথমে যদি Motorola G13 মোবাইলের দুর্দান্ত ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্টফোনে Helio G85-এর শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা দুর্দান্ত এই স্মার্টফোনকে আরও প্রিমিয়াম করে তুলেছে।

যদি Motorola G13 স্মার্টফোনের শক্তিশালী ক্যামেরা সম্পর্কে বলি, তবে এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটি 10W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh-এর ব্যাটারি সহ বাজারে উপলব্ধ রয়েছে।

এছাড়া ফোনের নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। যদি দুর্দান্ত এই মোবাইলের র্যাম এবং স্টোরেজের কথা বলি, তবে এতে 4 GB RAM এবং 64/128 GB অভ্যন্তরীণ স্টোরেজ দেওয়া হয়েছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ফ্লিপকার্টে অফার সহ 13,999 টাকার ফোনটি আপনি মাত্র 9,999 টাকায় ক্রয় করতে পারবেন।







