দাপটের সাথে ধাসু ফোন লঞ্চ করল Nokia, 12GB RAM সহ 108MP ক্যামেরার সামনে ফিকে iPhone

মাইক্রোসফটের মোহ কাটিয়ে অ্যান্ড্রয়েড জগতে নতুনভাবে পথচলা মোটের উপর ভালোই শুরু করেছে এই স্মার্ট ফোন নির্মাণ কোম্পানি। সম্প্রতি ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি দুর্দান্ত 5G…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

মাইক্রোসফটের মোহ কাটিয়ে অ্যান্ড্রয়েড জগতে নতুনভাবে পথচলা মোটের উপর ভালোই শুরু করেছে এই স্মার্ট ফোন নির্মাণ কোম্পানি। সম্প্রতি ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি দুর্দান্ত 5G মোবাইল লঞ্চ করেছে নোকিয়া। যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তবে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন Nokia 6600 Pro Plus 5G মোবাইলটির নাম। বর্তমানে গ্রাহকদের কাছে নিজেদের এন্ড্রয়েড সিস্টেম আকর্ষণীয় করে তুলতে সবচেয়ে কম দামে আধুনিক প্রযুক্তি সহ 5G স্মার্ট ফোন তুলে দিচ্ছে নোকিয়া। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, নোকিয়ার নতুন হ্যান্ডসেটের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি দুর্দান্ত এই মোবাইলটির শক্তিশালী ডিসপ্লের কথা বলি, তবে এতে কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 4K রেজুলেশন সহ 4.8 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল টচ স্ক্রিন ডিসপ্লে দেখতে পাবেন। শুধু এখানেই শেষ নয়, মোবাইলটির সাথে একটি 6,700mAh শক্তিশালী ব্যাটারি প্যাক দেখা যাবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

যদি দুর্দান্ত এই ফোনটির প্রসেসরের কথা বলি, তবে Qualcomm Snapdragon 86+ 5G প্রসেসর দেখা যাবে ফোনটিতে। তাছাড়া Android 13 সংস্করণে ফোনটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া। যদি ফোনটির ভেরিয়েন্টের কথা বলি, সেক্ষেত্রে দুর্দান্ত এই মোবাইলটিতে 8GB RAM+256GB STORAGE এবং 12GB RAM+512GB STORAGE লক্ষ্য করা যাবে।

তাছাড়া যদি এই স্মার্টফোনটির শক্তিশালী ক্যামেরার কথা বলি, তবে এতে 108MP প্রধান ক্যামেরার সেন্সর সেটআপের সাথে 32MP সেলফি ক্যামেরা লক্ষ্য করা যাবে। যদি এই মোবাইলটির দামের কথা বলি, সেক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য কত হতে পারে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানি। পাশাপাশি ফোনটি কবে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়নি নোকিয়া। তবে স্মার্টফোন বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরের শেষের দিকে দুর্দান্ত এই মোবাইলটি হাতে পেতে পারেন গ্রাহকরা।

Advertisements