Nokia 7610 Pro Max: সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফির্চাস! নোকিয়ার এই ফোন গরম করবে ভারতের বাজার

জনপ্রিয় স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া যে সর্বদা তার গ্রাহকদের সারপ্রাইজ দিতে ভালোবাসে, তা আরও একবার প্রমাণিত হলো। সম্প্রতি নোকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বাজারের সবচেয়ে ছোট…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জনপ্রিয় স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া যে সর্বদা তার গ্রাহকদের সারপ্রাইজ দিতে ভালোবাসে, তা আরও একবার প্রমাণিত হলো। সম্প্রতি নোকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বাজারের সবচেয়ে ছোট স্মার্টফোন লঞ্চ করছে তারা। ইতিমধ্যে ফোনটি লঞ্চ করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি ওই ফোনের কয়েকটি ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা স্মার্ট ফোন প্রেমীদের কাছে বেশ ভাইরাল হয়ে উঠেছে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, ভারতের বাজারে আসতে চলা নতুন এই মুঠোফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

Advertisements

খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলা দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে এতে 2.1 ইঞ্চির LCD ডিসপ্লে লক্ষ্য করা যাবে। যা 176×208 পিক্সেল রেজুলেশন সমর্থন করতে পারে। দুর্দান্ত এই মোবাইলের অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে, আপনি এতে নোকিয়ার সর্বশেষ অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। পাশাপাশি এই স্মার্টফোনে 8MB ফোন স্টোরেজও লক্ষ্য করা যাবে।

Advertisements

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলি, তবে এতে 1 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। এর পাশাপাশি কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে যে, আপনি এতে 3GP MP4 এবং MP3 অডিও প্লে করে দুর্দান্ত গান শুনতে পারবেন ! ভারতের বাজারে লঞ্চ হতে চলা এই স্মার্টফোনে 900mAh-এর শক্তিশালী ব্যাটারি ব্যাক-আপ থাকবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি তবে জানলে অবাক হবেন, আপনার পছন্দের ফোনটি মাত্র 4,499 টাকায় কিনতে পারবেন।

Advertisements