12GB RAM সাথে 6000mAh ব্যাটারি! ব্যাক টু ব্যাক দুর্ধর্ষ ফোন লঞ্চ করল Nokia

Nokia মানেই যে নিত্যনতুনের ছোঁয়া থাকবে, সে কথা বলে দিতে হয় না। বিশ্ববাজারে ফের নিজেদের অধিপত্য বিস্তার করতে বিগত কয়েক বছর ধরে একের পর এক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

Nokia মানেই যে নিত্যনতুনের ছোঁয়া থাকবে, সে কথা বলে দিতে হয় না। বিশ্ববাজারে ফের নিজেদের অধিপত্য বিস্তার করতে বিগত কয়েক বছর ধরে একের পর এক বিস্ময়কর স্মার্ট ফোন লঞ্চ করেছে কোম্পানিটি। যা ইতিমধ্যে গ্রাহকরাও বেশ পছন্দ করেছেন। সম্প্রতি জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাণ কোম্পানি একটি ফ্লিপ ফোন লঞ্চ করেছে বিশ্ববাজারে। Nokia Flip 70 নামের ধাসু স্মার্টফোন ইতিমধ্যে বিশ্ববাজারে আলোড়ন সৃষ্টি করেছে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, নোকিয়ার অবিশ্বাস্য এই স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি আমরা দুর্দান্ত এই স্মার্টফোনের বৃহৎ ডিসপ্লের কথা বলি, তবে এতে 1080×2636 পিক্সল রিজল্যুশনের সাথে 6.9 ইঞ্চির FHD+ ডাইনেমিক অ্যামোলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা আপনার ফোনটিকে প্রিমিয়াম লুক প্রদান করে। দুর্দান্ত এই স্মার্টফোনটি বর্তমানে দুটি ভেরিয়েন্টে বাজারে উপলব্ধ রয়েছে। চাইলে আপনি 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM+512GB স্টোরেজ বিকল্পের স্মার্টফোন ক্রয় করতে পারবেন।

Advertisements

বাজারে উষ্ণতা ছড়ানো দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য ক্যামেরা সম্পর্কে যদি বলি, তবে প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি এতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন আপনি। 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর লক্ষ্য করা যাবে। এছাড়া ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য এই স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর ব্যবহার করা হয়েছে। যদি শক্তিশালী এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে বলি, তবে বাজার সেরা এই স্মার্টফোনে 6,000mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।

Advertisements