স্মার্টফোনের জগতে নিজেদের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো OnePlus। যার ফলে বর্তমানে ভারতসহ বিশ্ব বাজারে আইফোনের সঙ্গে টক্কর দিচ্ছে এই স্মার্ট ফোন নির্মাণ কোম্পানিটি। সম্প্রতি, OnePlus 11 5G-এর সাথে OnePlus 11R, OnePlus Buds Pro 2, OnePlus Pad এবং OnePlus TV 65 Q 2 Pro মডেলের স্মার্টফোন এক সঙ্গে লঞ্চ করেছে কোম্পানিটি। আর তারপর থেকে সংবাদ শিরোনামে রয়েছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাণ সংস্থা OnePlus। আজ আমরা আপনাদের এই নিবন্ধে OnePlus 11 5G ফোনের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
বর্তমানে বিশ্ববাজারে যে কোম্পানিগুলি নিজেদের সেরা 5G স্মার্ট ফোন লঞ্চ করেছে তার মধ্যে OnePlus অন্যতম। ইতিমধ্যে কোম্পানিটি OnePlus 11 5G মডেলের স্মার্টফোনটি লঞ্চের দিন থেকেই ইম্প্রেশন জমিয়েছে গ্রাহকদের কাছে। তাছাড়া ফোনটির দুর্দান্ত ক্যামেরা এবং অবিশ্বাস্য ফির্চাস, গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
প্রথমেই যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 6.7 ইঞ্চির 2K রেজুলেশন যুক্ত সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। এছাড়া যদি ফোনটির শক্তিশালী প্রসেসরের কথা বলি, তবে বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Gen 2 ব্যবহার করা হয়েছে। তাছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনটি 16GB RAM এবং 256GB Stroge এবং 8GB RAM ও 128GB Stroge-এর সাথে বাজারে উপলব্ধ হবে বলেও জানা গেছে।
পাশাপাশি যদি OnePlus-এর এই শক্তিশালী স্মার্টফোনের ক্যামেরা কথা বলি, তবে এতে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সরের পাশাপাশি 32 মেগাপিক্সেলের টেলিফো পোট্রেট লেন্স এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। পাশাপাশি সেলফি তোলার জন্য দুর্দান্ত এই স্মার্ট ফোনে 16 মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেওয়া হয়েছে। যদি শক্তিশালী এই স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে বলি, তবে 100W ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যদি দামের কথা বলি, তবে এই স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য হবে 56,999 টাকা।