iPhone-কে টেক্কা দিতে প্রস্তুত OnePlus, শক্তিশালী ক্যামেরা সহ দুর্দান্ত ফির্চাস পাবেন এই দামদার ফোনে

প্রযুক্তিতে iPhone এবং ক্যামেরাতে DSLR-কে টেক্কা দিতে ধাসু 5G স্মার্টফোন লঞ্চ করছে OnePlus। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত মুঠোফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে OnePlus…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

প্রযুক্তিতে iPhone এবং ক্যামেরাতে DSLR-কে টেক্কা দিতে ধাসু 5G স্মার্টফোন লঞ্চ করছে OnePlus। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত মুঠোফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে OnePlus Nord 3 5G হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। ফোনটির কিলার লুক এবং অবিশ্বাস্য ফির্চাস, ইতিমধ্যে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আজ আমরা এই নিবন্ধে বাজার সেরা OnePlus Nord 3 5G স্মার্টফোনের দাম, ফির্চাস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক –

Advertisements

এই সুপার স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, OnePlus Nord 3 5G-তে একটি 6.7-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেখা যাবে। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 5G SoC প্রসেসর দ্বারা চালিত হবেও মনে করা হচ্ছে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, শক্তিশালী এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপের সাথে একটি সেলফি ক্যামেরা প্রদান করা হয়েছে। 108 মেগাপিক্সেলের প্রধান সেন্সরের সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। পাশাপাশি সেলফি তোলার জন্য OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।

এছাড়া যদি এই স্মার্টফোনের শক্তিশালী ব্যাটারির কথা বলি, তবে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর ব্যাটারি প্যাক থাকতে পারে। এদিকে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, দুর্দান্ত এই স্মার্টফোনটির বিক্রয় মূল্য ভারতের বাজারে 30,000-40,000 টাকা হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Advertisements