Realme 11 Pro: 100MP-র ক্যামেরা সহ দুর্দান্ত লুক, আজকেই কিনুন Realme-র সবচেয়ে পাতলা ফোন

চায়না মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা Realme ভারতে নিজেদের অবস্থান পাকাপাকি করতে একের পর এক নতুন ফোন লঞ্চ করছে। বর্তমানে বিশ্বে একাধিক স্মার্টফোন নির্মাণ কোম্পানি থাকলেও…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

চায়না মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা Realme ভারতে নিজেদের অবস্থান পাকাপাকি করতে একের পর এক নতুন ফোন লঞ্চ করছে। বর্তমানে বিশ্বে একাধিক স্মার্টফোন নির্মাণ কোম্পানি থাকলেও চায়না এই ফোন প্রস্তুতকারক সংস্থা সবচেয়ে কম দামে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে সেরা ফির্চাসের স্মার্ট ফোন। যার ফলে ভারতীয় স্মার্টফোনের বাজারের একটি বিরাট অংশ ধরে রেখেছে কোম্পানিটি।

Advertisements

আগামী 10ই মে ভারত তথা বিশ্ব বাজারে নতুন ফোন লঞ্চ করতে চলেছে Realme। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, Realme 11 Pro 5G নামে দুর্দান্ত একটি স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে চায়না এই কোম্পানিটি। ধারণা করা হচ্ছে, নতুন এই স্মার্টফোনটি বাজারে একাধিক ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এর দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, Realme 11 Pro ফোনের অবিশ্বাস্য কিছু ফিচার সম্পর্কে-

Advertisements

প্রথমেই আমরা আপনাকে জানিয়ে রাখি, Realme 11 Pro 5G স্মার্টফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে দেখতে পাবেন গ্রাহকরা। তাছাড়া ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, শক্তিশালী এই প্রসেসরের উপর নির্ভর করে ফোনটি মসৃণ ভাবে পরিষেবা প্রদান করবে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে প্রাইমারি সেন্সর হিসেবে এতে 100 মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরার পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন আপনারা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় বাজারে Realme-র এই ফোনটি হতে চলেছে সবচেয়ে পাতলা স্মার্টফোন গুলোর মধ্যে একটি। 4K ক্যামেরা সেট-আপের পাশাপাশি দুর্দান্ত স্মার্টফোনে 67W ফাস্ট চার্জিং সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি লক্ষ্য করা যেতে পারে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ভারতের বাজারে লঞ্চ হতে চলা এই ফোনটিতে 8GB RAM/12 GB RAM সহ 128GB Storage/256GB Storage দেখা যেতে পারে। ভারতের বাজারে নতুন এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 19,000 হাজার টাকার মতো।

Advertisements