এই মুহূর্তে যদি আপনি একটি ভিআইপি স্মার্টফোনের মালিক হতে চান, তবে Redmi 12 মোবাইলটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Redmi তাদের সর্বশেষ স্মার্টফোন Redmi 12 লঞ্চ করেছে বিদেশের মাটিতে। যে ফোনটির দাম ভারতীয় টাকায় মাত্র 12 হাজারের কাছাকাছি দাঁড়ায়। মনে করা হচ্ছে, আগামী 8-10 দিন পর ভারতের বাজারে Redmi 12 স্মার্ট ফোন লঞ্চ করতে পারে এই সংস্থাটি।
প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Redmi 12 স্মার্টফোনের দুর্দান্ত ডিজাইন আপনাকে একটি প্রিমিয়াম ফোনের অনুভব করাবে। ফোনটি হাতে নিলে আপনি iPhone 14-এর অনুভূতি পাবেন। এছাড়া ফোনটির একাধিক বৈশিষ্ট্য আপনাকে আকর্ষণ করবে এর দিকে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Redmi 12 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে-
প্রথমে যদি ফোনটির দুর্দান্ত ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 6.79 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারবে বলে জানা গেছে। এছাড়া ডিভাইসটি Mediatek Helio G88 চিপসেট দ্বারা চালিত হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তবে দুর্দান্ত এই স্মার্টফোনের RAM এবং স্টোরেজ সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানি।
দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বললে আমরা আপনাদের জানিয়ে রাখি, এতে 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2-মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তাছাড়া সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সরও দেওয়া হয়েছে ফোনটিতে। দুর্দান্ত এই স্মার্টফোনটি 18W ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ বাজারে উপলব্ধ হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।