Oppo Rene 8 Pro: DSLR ক্যামেরাকে হার মানাবে Oppo-র এই নতুন ফোনটি! ড্যাশিং ডিজাইনের পাশাপাশি রয়েছে দুর্দান্ত ফির্চাস

চায়না মোবাইল নির্মাণ কোম্পানি Oppo ফের ভারতীয় বাজারে উষ্ণতা ছড়াতে নিজেদের নতুন মোবাইল লঞ্চ করেছে। মোবাইলটির দুর্দান্ত ক্যামেরা এবং অত্যাধুনিক ফির্চাস ইতিমধ্যে ফোন প্রেমীদের মনে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

চায়না মোবাইল নির্মাণ কোম্পানি Oppo ফের ভারতীয় বাজারে উষ্ণতা ছড়াতে নিজেদের নতুন মোবাইল লঞ্চ করেছে। মোবাইলটির দুর্দান্ত ক্যামেরা এবং অত্যাধুনিক ফির্চাস ইতিমধ্যে ফোন প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। Oppo এবার ভারতীয় বাজারে Oppo Rene 8 Pro ফোন বিক্রি শুরু করেছে। এই ফোনের দুর্দান্ত ক্যামেরা বর্তমানে DSLR ক্যামেরার সঙ্গে পাল্লা দিচ্ছে বলে মনে করছেন মোবাইল নির্মাণ কোম্পানিটি। তাছাড়া ফোনটি একাধিক নতুন বৈশিষ্ট্যের সঙ্গে বাজারে আসতে চলেছে বলে জানিয়েছেন ফোন বিশ্লেষকরা।

Advertisements

যদি আমরা Oppo Rene 8 Pro ফোনের ফির্চাসের কথা বলি সে ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এই ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে বাজারে উপলব্ধ হয়েছে। দামের কথা বলে এই ফোনটি বর্তমানে ভারতীয় বাজারে 44,990 টাকায় বিক্রি হচ্ছে। দাম দেখে চমকে যাবেন না, ফোনটিতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আপনার টাকার সঠিক মূল্যায়ন করবে। কোম্পানি তরফ থেকে বলা হচ্ছে যে, ফোনটি আইফোনের সাথে পর্যন্ত প্রতিযোগিতা করতে পারে।

Advertisements

যদি এই সুপার ফোনের ডিসপ্লের কথা বলি, তবে ফোনটিতে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোনের লুকস প্রদান করবে। এছাড়া ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেটআপের সাথে দুর্দান্ত সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাথমিক ক্যামেরা হিসেবে 50MP লেন্স, সেকেন্ডারি ক্যামেরা 8MP এবং আল্ট্রা হোয়াইট শ্যুটার হিসেবে 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি যদি ফন্টের যদি সেলফি ক্যামেরার কথা বলি, তাহলে এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে। যা আপনাকে চোখ ধাঁধানো সেলফি তুলতে সাহায্য করবে।

Advertisements