Realme 10 Pro 5G: আর দরকার নেই DSLR! এবার iPhone-কে টক্কর দিতে বাজারে এলো Realme 10 Pro

এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক দুর্দান্ত স্মার্ট ফোন উপলব্ধ থাকলেও গ্রাহকদের জন্য ফুলের ডালি খুলে বসেছে চায়না ফোন নির্মাণ কোম্পানি Realme। গ্রাহকদের চাহিদার কথা মাথায়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক দুর্দান্ত স্মার্ট ফোন উপলব্ধ থাকলেও গ্রাহকদের জন্য ফুলের ডালি খুলে বসেছে চায়না ফোন নির্মাণ কোম্পানি Realme। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে কোম্পানিটি। এবার iPhone-কে টক্কর দিতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে Realme। ভারত তথা বিশ্ব বাজারে Realme 10 Pro 5G বিক্রি শুরু করেছে এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি নতুন এই ফোনের ডিসপ্লের কথা বলি, তবে Realme 10 Pro 5G ফোনটি 6.6 ইঞ্চির বিরাট ডিসপ্লের সাথে উপলব্ধ হতে চলেছে। যেখানে আপনি 120Hz রিফ্রেশ রেট পাবেন। এর সাথে Realme 10 Pro 5G ফোনটি Android 13 OS-এর উপর নির্ভর করে চলবে। যদি ক্যামেরার কথা বলি, তবে ফোনের পেছনে ত্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে Realme। যার প্রধান সেন্সর হিসেবে রয়েছে 108MP ক্যামেরা। এছাড়া 8MP ওয়াইড সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর লক্ষ্য করা যাবে মোবাইলটিতে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ত্রিপল ক্যামেরা সেট-আপ ব্যবহার করে আপনি দুর্দান্ত ফটো তুলতে পারবেন। তাছাড়া সেলফি তোলার জন্য 16MP-র ক্যামেরা রয়েছে ফোনটিতে।

Advertisements

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে বাজারে দুটি ভেরিয়েন্টের ফোন বিক্রি করবে তারা। যার প্রথম ভেরিয়েন্টটি 8GB RAM এবং 128GB অভ্যন্তরীণ স্টোরেজ এবং দ্বিতীয় ভেরিয়েন্ট 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া 67W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে Realme 10 Pro 5G-তে। যদি দামের কথা বলি, তবে Realme 10 Pro 5G ফোনটি শোরুম থেকে 22,000 টাকায় ক্রয় করতে পারবেন আপনি। তবে ফ্লিপকার্ট সহ একাধিক অনলাইন শপিং মাধ্যমে বেশ কিছু টাকার ডিসকাউন্ট সহ ফোনটি বিক্রি করছে Realme।

Advertisements