দিনের পর দিন বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার মাধ্যম গুলো রীতিমতো জনপ্রিয় হয়ে উঠছে নেটিজেনদের কাছে। WhatsApp হোক কিংবা Facebook, একে অন্যের সাথে যোগাযোগের সেরা মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট ব্যবস্থা। বিশেষ করে ভারতের পরিপ্রেক্ষিতে WhatsApp হয়ে উঠেছে সবার তথ্য আদান প্রদানের সেরা গণমাধ্যম। আজ আমরা আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, যেটি জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন আপনিও।
আজ্ঞে হ্যাঁ, আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য দুর্দান্ত একটি খুশির খবর নিয়ে এসেছি। ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম তথা WhatsApp-এ এবার নতুন ফির্চাস যুক্ত হতে চলেছে। এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হোয়াটসঅ্যাপের একটি নতুন বৈশিষ্ট্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এদিন তিনি একটি ফেসবুক পোস্টে WhatsApp-এর নতুন এই ফির্চাস সম্পর্কে সবাইকে অবহিত করেছেন।
এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, 25শে এপ্রিল, 2023-এ যে কোনও চারটি ডিভাইসে এক সাথে একই অ্যাকাউন্টে লগ ইন করার বিকল্প সরবরাহ করেছিল WhatsApp। যা বেশ পছন্দ করেছিলেন নেটিজেনরা। তবে এতদিন হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করার কোন সুযোগ ছিল না। এবার সেই সুযোগ পেতে চলেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। মার্ক জুকারবার্গের ঘোষণা অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপে নতুন এই ফির্চাস পাবেন নেটিজেনরা। যেখানে মেসেজ সম্পাদন করার 15 মিনিট পরেও ওই মেসেজ এডিট করার সুযোগ পাবেন প্রাপক।