ধামাকা অফার রাত 12টা অব্দি, Xiaomi-র সবচেয়ে শক্তিশালী ফোন কিনুন 18 হাজার টাকা ছাড়ে

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের এমন একটি ডিল সম্পর্কে জানাতে চলেছি,…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের এমন একটি ডিল সম্পর্কে জানাতে চলেছি, যেটি জানার পর আনন্দে আত্মহারা হয়ে উঠবেন আপনিও। আজ্ঞে হ্যাঁ, চীনা জনপ্রিয় স্মার্টফোন নির্মাণ সংস্থা শাওমি নিজেদের লেটেস্ট ফোনের উপর 18,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। বর্তমানে শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে চলছে Xiaomi Exchange Days Sale। আর সেখান থেকেই বিশাল ছাড়ে ক্রয় করতে পারবেন Xiaomi 13 Pro স্মার্টফোনটি।

Advertisements

প্রথমে যদি অফারের কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে Xiaomi 13 Pro স্মার্টফোনটির অফিসিয়াল বিক্রয় মূল্য 89,999 টাকা। যা আপনি শাওমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করলে সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া যদি আপনার কাছে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তবে আরও 8,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আপনি।

Advertisements

এক নজরে দেখে নিন ফোনটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

প্রথমে যদি বাজার সেরা এই স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.73 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 Gen 2-এর শক্তিশালী চিপস সেট ব্যবহার করা হয়েছে।

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলি, তবে এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। যেখানে প্রধান ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সও দেখতে পাবেন ফোনটিতে। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের শক্তিশালী সেন্সর ব্যবহার করা হয়েছে এতে। জানলে অবাক হবেন, শক্তিশালী এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4820mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Advertisements