দূষিত শহরে চুলের সমস্যায় জর্জরিত প্রত্যেকটি বাড়ির মেয়ে থেকে শুরু করে গৃস্থলী পর্যন্ত। চুল ভেঙে যাওয়া কিংবা চুল জড়িয়ে যাওয়ার মত সমস্যাগুলোর সাথে আমরা নিত্য পরিচিত। সকালে ঘুম থেকে উঠে চিরুনি দিয়ে চুল ঠিক করতে গিয়ে দেখা যায়, অধিকাংশ চুল জড়িয়ে রয়েছে একে অন্যের সাথে। পাশাপাশি একাধিক চুল উঠে জড়িয়ে যাচ্ছে চিরুনির গায়ে। কঠিন এই সমস্যা থেকে মুক্তি পেতে কতই না পন্থা অবলম্বন করা হয়। তবুও মুক্তি নেই এই নিত্য বিড়ম্বনা থেকে। চলুন আজ আমরা চুলের যত্নে পাঁচটি ঘরোয়া টিপস সম্পর্কে জেনে নিই-
১. জাবোরান্দি ও ব্রাহ্মী তেলের মিশ্রণ: এমনিতেই ব্রাহ্মীর তেল চুলের যত্নে অত্যন্ত কার্যকরী। যদি মাথায় খুশকির মত সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে থাকেন তবে রাতে শোবার সময় এই দুই তেলের মিশ্রণ মাথায় লাগিয়ে নিতে পারেন। এতে চুল ভেঙে যাওয়া থেকে মুক্তি পাবেন এবং খুশকির মত সমস্যা গুলি দূর হবে।
২. আপেল সিডার ভিনেগার: চুলের যত্নে আপনি ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার যুক্ত মিশ্র। এই মিশ্রণে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যা আপনাকে চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। প্রথমে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এরপর আপেল সিডার ভিনেগার যুক্ত মিশ্রণ চুলের আগিয়ে দশ মিনিট ধরে মেসেজ করুন। তৎপর চুল ধুয়ে ফেলুন।
৩. মেহেন্দি ব্যবহার: বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে দেখা যায়, চুলে রং করতে বেশ পছন্দ করেন ভারতীয় নারীরা। তবে এই রং আপনার চুলের জন্য হতে পারে ভয়ংকর ক্ষতিকারক। চুলের নমনীয়তা নষ্ট করে চুলকে শক্ত করে দেয় এই রংগুলি। যদি চুলে কালার করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে প্রাকৃতিক মেহেন্দি ব্যবহার করুন।
৪. দই-মধুর মিশ্রণ: দই ভিটামিন বি৫, ভিটামিন ডি এবং প্রোটিন সমৃদ্ধ, যা এমনিতেই আপনার চুলকে মজবুত করে। পাশাপাশি চুল পড়া কমাতে সাহায্য করে। চুলের সমস্যা গুলি দূর করতে দই এবং মধুর মিশ্রণ লাগিয়ে ফেলুন চুলের গোড়া থেকে শুরু করে অগ্রভাগ পর্যন্ত। ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন আপনার চুল।
৫. গ্রিন টি: প্রকৃতিতে প্রাপ্ত গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। গ্রিন টি ফ্রি-র্যাডিক্যালকে নিরপেক্ষ করে এবং স্বাস্থ্যকর চুল তৈরিতে সাহায্য করে। গ্রিন টি ভেজানো জল ব্যবহার করতে পারেন চুলের যত্নের জন্য।
সতর্কবার্তা: সমস্ত তথ্যগুলি শুধুমাত্র আপনাদের স্বাভাবিক ধারণা প্রদান করে। কোন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত এটি নয়। কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া হলে Zoombuzz এর জন্য দায়ী থাকবে না।