আজকাল দাঁতের ক্ষয় একটি সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষের মধ্যে। অপ্রাকৃতিক জিনিস ভোক্ষণের ফলে দাঁতের সমস্যায় জর্জরিত হচ্ছেন যুবক-যুবতীরাও। বিশেষ করে বাজারে প্রাপ্ত একাধিক চকলেট এবং মিষ্টি খাওয়ার ফলে দাঁতে এই ক্ষতের সৃষ্টি হচ্ছে। যা বেশিরভাগ মানুষের কাছে অস্বস্তি এবং কষ্টদায়ক হয়ে উঠেছে। তবে ঘরোয়া উপায়ে ক্যাভিটি জনিত সমস্যা সম্পূর্ণভাবে দূর করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই সমস্যার মোকাবেলা করা সম্ভব-
১. নিম: স্বাস্থ্যের জন্য নিমের পাতা যে কতটা উপকারী তা বলে দেওয়ার প্রয়োজন হয় না। গাছের প্রতিটা অংশ ব্যবহার হয় কোন না কোন রোগের চিকিৎসায়। বলা হয়ে থাকে নিম গাছ মানে আয়ুর্বেদের ভান্ডার। দাঁতের ক্ষতস্থানে নিমের পাতা পিষে লাগিয়ে নিন, দেখবেন খুব শীঘ্রই ব্যথা থেকে মুক্তি পেয়ে গেছেন।
২. অ্যালোভেরা: ত্বকের জন্য এই গাছটিকে বিশেষভাবে ব্যবহার করতে দেখা গেলেও আমরা অনেকেই জানিনা এই গাছটি দিয়ে দাঁতের সমস্যার সমাধান করা যায়। দাঁতের ক্ষতস্থানটি অ্যালোভেরা রস দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন এর এন্ট্রি-ব্যাকটেরিয়াল গুণাবলী আপনার দাঁতের উপশম এনে দেবে।
৩. লবঙ্গ: মসলা হিসেবে এই জিনিসটি রান্নাঘরে বহুল ব্যবহৃত হলেও দাঁতের চিকিৎসায় যে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হয়তো জানা নেই কারোর। এই মসলায় অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। ক্ষতস্থানে লবঙ্গের গুঁড়ো লাগিয়ে দিলে ব্যাথা নিরাময় হয়।
সতর্কবার্তা: সমস্ত তথ্যগুলি শুধুমাত্র আপনাদের স্বাভাবিক ধারণা প্রদান করে। কোন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত এটি নয়। কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া হলে Zoombuzz এর জন্য দায়ী থাকবে না।