Skin Care Tips: ত্বকের যত্নে ব্যবহার করুন এই সহজলভ্য জিনিসটি, পেয়ে যান উজ্জ্বল-মসৃণ-ব্রণহীন ত্বক

মুখে কালো দাগ অথবা অনুউজ্জ্বল ত্বক আপনার সৌন্দর্য নষ্ট করতে একদমই উপযোগী। কিংবা একটি ব্রণ আপনার সমস্ত পরিকল্পনা নষ্ট করতে সক্ষম। বিশেষ করে মুখের এইসব…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

মুখে কালো দাগ অথবা অনুউজ্জ্বল ত্বক আপনার সৌন্দর্য নষ্ট করতে একদমই উপযোগী। কিংবা একটি ব্রণ আপনার সমস্ত পরিকল্পনা নষ্ট করতে সক্ষম। বিশেষ করে মুখের এইসব সমস্যা দূর করতে দামী দামী প্রসাধন ব্যবহার করেন? তাহলে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, সহজলভ্য এই জিনিসটি ব্যবহার করে উজ্জ্বল-মসৃণ-ব্রণহীন ত্বক কিভাবে পাওয়া সম্ভব?

Advertisements

উজ্জ্বল-মসৃণ-ব্রণহীন ত্বক পেতে ডুমুরের জুড়ি মেলা ভার। শুনতে অবাক হলেও ডুমুর যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি ত্বকের যত্নেও মহা ঔষধের কাজ করে। ডুমুর হল পুষ্টির ভান্ডার। এতে ত্বকের জন্য উপকারী অনেক পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম, পটাসিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম রয়েছে। নিজের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ডুমুরের ফেসপ্যাক। চলুন জেনে নেওয়া যাক ডুমুরের ফেসপ্যাক তৈরির নিয়ম-

Advertisements

পরিমাণ মতো কিছু মাঝারি সাইজের ডুমুর নিয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই ডুমুর গুলি একটি মিশ্রনে পরিণত করুন। এরপর সেই মিশ্রণে এক চা চামচ পরিমাণ মধু মিশিয়ে দিন। তারপর সমস্ত মিশ্রণটি আঙুল দিয়ে ভালোভাবে আপনার ত্বকে লাগান। যেখানে ব্রণ আছে সেখানেও নিঃসংকোচে মিশ্রণটি ব্যবহার করতে পারেন। সপ্তাহে এই পদ্ধতি দুইবার অবলম্বন করলে আপনার ত্বকের পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবেন।

এছাড়া মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ডুমুরের আরও একটি বিকল্প রেসিপি ব্যবহার করতে পারেন। যা আপনার ত্বকের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসবে। এর জন্য একটি বড় চা চামচ পরিমাণ ডুমুরের পেস্ট তৈরি করে নিন। এবার এতে সমপরিমাণ দই এবং মধু মিশিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করুন। ঘুমোনোর দুই ঘন্টা আগে ভালোভাবে মিশ্রণটি মুখে মেখে ফেলুন। নির্ধারিত সময় অতিক্রান্ত হলে ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে দুইবার এই পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

সতর্কবার্তা: সমস্ত তথ্যগুলি শুধুমাত্র আপনাদের স্বাভাবিক ধারণা প্রদান করে। কোন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত এটি নয়। কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া হলে Zoombuzz এর জন্য দায়ী থাকবে না।

Advertisements