Health Tips: উজ্জ্বল-মসৃন ত্বক পেতে চান? এই পদ্ধতিতে তৈরি করুন ‘চালের ফেসপ্যাক’

মুখের তারুণ্য ধরে রাখতে বর্তমানে হাজার হাজার টাকার প্রসাধনী ব্যবহার করে থাকেন তরুণ-তরুণীরা। তবুও আশানুরূপ ফলাফল থেকে বঞ্চিত থাকেন তারা। আজ আমরা এই নিবন্ধে আলোচনা…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

মুখের তারুণ্য ধরে রাখতে বর্তমানে হাজার হাজার টাকার প্রসাধনী ব্যবহার করে থাকেন তরুণ-তরুণীরা। তবুও আশানুরূপ ফলাফল থেকে বঞ্চিত থাকেন তারা। আজ আমরা এই নিবন্ধে আলোচনা করতে চলেছি, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কম খরচে উজ্জ্বল লবণ্যময় ত্বকের অধিকারী হতে পারেন আপনিও।

Advertisements

ত্বকের জন্য বর্তমানে হাজার হাজার টাকার প্রসাধনী ব্যবহার করলেও আশানুরূপ ফল পাচ্ছেন না? ব্যবহার করুন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো ‘চালের ফেসপ্যাক’। এই মিশ্রণটি ব্যবহার করে সহজেই আপনি পেতে পারেন কাচের মত মসৃণ এবং উজ্জ্বল ত্বক। আজ আমরা আপনাদের শেখাতে চলেছি কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে চালের ফেসপ্যাক তৈরি করবেন-

Advertisements

ত্বক ফর্সা করতে প্রথমে কিছু পরিমাণ চাল জলে ভিজিয়ে রাখুন। এরপর জল থেকে চাল গুলো ছেঁকে তুলে নিন। এবার চাল গুলিতে খুব কম পরিমাণে বেসন, হলুদ এবং মধু মিশিয়ে ভালো করে পিষে ফেলুন। এরপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ অপেক্ষা করুন। নির্ধারিত সময় অতিবাহিত হলে মুখে ভালোভাবে ম্যাসাজ করুন এবং মুখ ধুয়ে ফেলুন।

দ্বিতীয় পদ্ধতিতেও আপনি চালের ফেসপ্যাক তৈরি করতে পারেন। এর জন্য একটি পাত্রে পরিমান মত চালের গুঁড়া নিন। গুঁড়া না থাকলে আপনি চাল পিষে নিতে পারেন। এরপর চালের গুঁড়াতে অল্প পরিমাণে ময়দা, গোলাপ জল এবং ঘি মিশিয়ে প্রথম পদ্ধতিতে মুখে ব্যবহার করুন। নির্ধারিত সময় অতিক্রম হলে মুখ ধুয়ে ফেলুন, আর পেয়ে যান উজ্জ্বল ও মসৃন ত্বক।

Advertisements