আমাদের অনেক সময় অনেকটা তেল দিয়ে কিছু হয়তো রান্না করে ভাজতে হয়। কিন্তু দীর্ঘদিন পরে আপনি যদি এইভাবে তেল ভাজতে থাকেন, তাহলে দেখবেন কড়াইয়ে কিছু অবশিষ্ট তেল থেকে যায় এবং এই অবশিষ্ট তেল দিয়ে আপনি কি করবেন কিছুতেই ভাবতে পারেন না। আপনি কি জানেন এই চার উপায়, আপনি কিন্তু খুব সহজেই এই ব্যবহার করতেন কে আবার পুনরায় ব্যবহার করতে পারেন।
মরচে পড়া দরজার হুকে লাগাতে পারেন- মরেছে পড়া দরজার হুকে ব্যবহার করতে পারেন এই ব্যবহার করা তেল। বিশ্বাস করুন একবার করেই দেখতে পারেন তাহলে কিন্তু মরছে পুরো দরজা একেবারে সুন্দর হয়ে যাবে দরজার হুকো খুব সহজে খুলতে পারবেন।
মশা তাড়াতে সাহায্য করে – ব্যবহৃত তেলের মধ্যে একটা তুলো দিয়ে চলতে পাকিয়ে জ্বালিয়েও দিতে পারেন মশা তাড়াতে ভীষণ সাহায্য করে।
বাগানে ব্যবহার করতে পারেন – বাগানে গাছগাছালির চারপাশে যদি এই তেল একটা পাত্রয় করে সামান্য দিয়ে দিতে পারেন অথবা একটি পাত্রে করে রেখে দিতে পারেন, তাহলে তার ঝাঁঝালো গন্ধে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে।
আচার তৈরি করতে পারেন – ব্যবহার করা তেলকে কিন্তু আপনি পুনরায় ব্যবহার করতে পারেন, আচার তৈরিতে আমরা আচারের সময় যে তেল দিই তাতে যদি এই ব্যবহার করা তেল দি, তাহলে কিন্তু সাধ অনেক অংশে বেড়ে যাবে। ইয়ার দেরি করবেন না চটপট দেখে নিন আপনি কিভাবে ব্যবহার করা তেল কে পুনরায় ব্যবহার করতে পারবেন আমরা অনেক সময় এই ছোটখাট টিপসগুলো মাথায় নিনা কিন্তু বিশ্বাস করুন এই টিপসগুলো মাথায় নিলে জীবনে অনেক উপকার পাওয়া যায়।