জীবন কি দুর্বিষহ করে তুলেছে মশা? আজকেই মশা তাড়াতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা

বর্ষার সাথে সাথে প্রতিদিন বেড়েই চলেছে মশার উপদ্রব। বিগত কয়েক দিনে একাধিক মানুষকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এক কথায় বলতে গেলে মানুষের আনন্দময়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্ষার সাথে সাথে প্রতিদিন বেড়েই চলেছে মশার উপদ্রব। বিগত কয়েক দিনে একাধিক মানুষকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এক কথায় বলতে গেলে মানুষের আনন্দময় জীবনকে দুর্বিষহ করে তুলেছে এই মশা। বাড়িতে মশা মারার জন্য একাধিক রাসায়নিক দ্রব্য ব্যবহার করার পরেও এর হাত থেকে নিস্তার পাচ্ছেন না? তবে আজকের নিবন্ধটি আপনি গুরুত্ব সহকারে পড়ুন। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের মশা তাড়ানোর কয়েকটি ঘরোয়া পদ্ধতি শেখাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

১. ওয়াইন এবং বিয়ার ব্যবহার করে: যদি কোনমতে মশার উপদ্রব থেকে মুক্তি না পান, সেক্ষেত্রে ওয়াইন এবং বিয়ার ব্যবহার করুন। কারণ মশা এদের উগ্র গন্ধ সহ্য করতে পারে না। যার ফলে ঘরে ওয়াইন এবং বিয়ারের বোতল রাখলে মশার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন।

Advertisements

২. গাছ লাগিয়ে: আমাদের আশপাশে এমন কয়েকটি গাছ রয়েছে, যার পাতার গন্ধ সহ্য করতে পারে না মশা। শুধু তাই নয়, এই গাছগুলি সহজে ঘরের মধ্যে লাগানো যায়। আপনি চাইলে গাঁদা, তুলসী, লেমনগ্রাস, সিট্রোনেলা এবং পুদিনার গাছ লাগাতে পারেন মশা তাড়ানোর জন্য।

৩. সাবান এবং ডিটারজেন্ট: মশা তাড়ানোর সবচেয়ে পুরাতন পদ্ধতি এটি। সাবান এবং ডিটারজেনের জল ব্যবহার করে খুব সহজে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এর সুগন্ধ মূলত মশাকে নিজের দিকে আকৃষ্ট করে এবং ফেনার উপর বসলে সহজেই মশা ধরাশায়ী হয়।

Advertisements