মানুষ যতই আধুনিক হোক না কেন কিছু কিছু পুরনো অভ্যাস বংশ পরম্পরায় বাহিত হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। যুগের ছোঁয়ায় বর্তমানে মেয়েরা স্বাধীনভাবে জীবনযাপন করলেও প্রাচীনকালের কয়েকটি বিষয় আজও মেনে চলতে দেখা যায় তাদের। বিভিন্ন সময় দেখা যায় এমন অনেক মেয়ে রয়েছে যারা লম্বা ঘন এবং কালো চুলের অধিকারিনী হতে চান। তবে দূষিত পরিবেশের কারণে হোক কিংবা শারীরিক সমস্যার কারণে বেশিরভাগ মেয়েদের সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে।
আজ আমরা এই নিবন্ধে সেই সমস্ত মেয়েদের একটি বিশেষ প্রক্রিয়ার কথা জানাতে চলেছি, যাতে তারা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বাড়িতেই ভেষজ তেল তৈরি করে চুলের যত্ন নিতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
প্রয়োজনীয় উপাদান:
১. 2 চা চামচ পরিমাণ মেথির বীজ
২. 20টি বাদাম
৩. 10 থেকে 20টি হিবিস্কাস পাতা
৪. 2 টি হিবিস্কাস ফুল
৫. 20 থেকে 25 কারি পাতা
৬. দুটি পেঁয়াজ কাটা
৭. 3 টেবিল চামচ নারকেল তেল
৮. 1 টেবিল চামচ কালোজিরা
তেল তৈরীর পদ্ধতি:
প্রথমে একটি মিক্সার মেশিনে মেথির বীজ, বাদাম এবং কালোজিরা পিষে পাউডার তৈরি করে নিন। তারপরে মিক্সারে হিবিস্কাস পাতা, হিবিস্কাস ফুল, কারি পাতা এবং কাটা পেঁয়াজ নাড়াচাড়া করে একটি পেস্ট তৈরি করুন। এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে 10 মিনিট ধরে নারকেল তেল গরম করুন। গরম তেলে আগে থেকে তৈরি পাউডার এবং পেস্ট মিশিয়ে আরও মিনিট দশেক সময় ধরে নড়াচড়া করতে থাকুন। এরপর থেকে নামিয়ে কাপড়ের সাহায্যে মিশ্রণ থেকে তরল অংশটি আলাদা করে নিন। সপ্তাহে অন্তত একবার মিশ্রণটি মাথাভাঙ্গাভাবে ম্যাসাজ করুন। কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন।







