সম্প্রতি এয়ারটেল টেলিকম সংস্থা থেকে অসাধারণ প্ল্যান আনা হচ্ছে। যাতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন বলে জানানো হচ্ছে, যেখানে একটি নয়, দুটো নয়, একসঙ্গে ১৫ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সকলে। আপনি যদি এয়ারটেলের ইউজার হয়ে থাকেন, বা ভাবছেন এয়ারটেল নেওয়ার কথা, তাহলে কিন্তু আপনার জন্য রইল অসাধারণ এই সুযোগ। আপনি যদি কিনতে পারেন তাহলে একগুচ্ছ ওটিতে সাবস্ক্রাইবশান যেমন পাবেন ঠিক তেমনি পাবেন ১৫ জিবি ইন্টারনেট ডেটা।
সাধারণ এই প্ল্যানটি যদি আপনার ফোনে থাকে, তাহলে আপনি Sony Liv, Lionsgate Play, Eros Now, Hoichoi, Airtel Extreme Playm, Manorama Max সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। তবে শুধু তাই নয় আপনি এর সাথে সাথে পেয়ে যাবেন প্রায় ১৫ জিবি ইন্টারনেট ডাটা। বর্তমানে মানুষের জীবনে অতিথি অ্যাপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সিনেমার পাশাপাশি এই অ্যাপের মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ওয়েব সিরিজ দেখেন। এত সাবস্ক্রিপশন না থাকলে কিন্তু আপনি কোন ওয়েব সিরিজই দেখতে পাবেন না। আপনি এয়ারটেলের এই প্ল্যানটি যদি রিচার্জ করেন, তাহলে খুব সহজেই আপনার পক্ষে এই সাবস্ক্রিপশন নেওয়ার সম্ভব হবে এবং ওয়েব সিরিজ ঘরে বসে দেখতে পারবেন।
এছাড়াও এয়ারটেল বেশ কিছুদিন আগে একটি দুর্দান্ত ডাটা ভাউচার লঞ্চ করেছে। এখানে কম দামে প্রচুর সুযোগ-সুবিধা দিচ্ছে। তাদের অনেক পরিমাণে ইন্টারনেটের প্রয়োজন হয় তারা কিন্তু এই প্ল্যানটি অনায়াসে কিনে ফেলতে পারেন। মাত্র ঊনপঞ্চাশ টাকা খরচ করে আপনি কিন্তু এই ডেটাটি ব্যবহার করতে পারেন এতে পেয়ে যাবেন ৬ জিবি ডেটা, যা মাত্র একদিনের জন্যই আপনি পাবেন। এই প্ল্যানে কোনরকম এসএমএস বা ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে না, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।