IPL 2023: IPL-এর আগে বড় ধাক্কা কলকাতা শিবিরে, দল থেকে ছিটকে গেলেন বিধ্বংসী এই বোলার

আসন্ন আইপিএলের আগে দল থেকে একের পর এক ক্রিকেটার হারিয়ে মহা বিপদে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই বিপদ যেন কিছুতেই থামতে চাইছে না। দলের অধিনায়ক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আসন্ন আইপিএলের আগে দল থেকে একের পর এক ক্রিকেটার হারিয়ে মহা বিপদে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই বিপদ যেন কিছুতেই থামতে চাইছে না। দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের পর এবার আরও এক ধ্বংসাত্মক বোলারকে হারাতে চলেছে কলকাতা। দিন যত অতিবাহিত হচ্ছে ক্রমশ উত্তেজনা বেড়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। সূত্রের খবর, পিঠে গুরুতর চোটের কারণে আসন্ন আইপিএলের পুরো আসর মিস করবেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

Advertisements

এদিকে, ৩১ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের আসরের জন্য আরও এক দুঃসংবাদ ভেসে এলো কলকাতা শিবিরে। হ্যামস্ট্রিংয়ে স্ট্রেনের কারণে উদ্বোধনী ম্যাচে দলে থাকতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার লকি ফার্গুসন। কলকাতা নাইট রাইডার্স শিবিরের তরফ থেকে জানানো হয়েছে, লকি ফার্গুসনের ২৬ তারিখ কলকাতা শিবিরে যোগদান করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি নির্দিষ্ট দিনে ভারতে আসতে পারবেন না।

Advertisements

শুধুমাত্র লকি ফার্গুসন নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি না মেলায় আইপিএলের প্রথম থেকে কলকাতা শিবিরে যোগদান করতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বিধ্বংসী ওপেনার লিটন কুমার দাস। ফলে আইপিএলের প্রথম ম্যাচ শুরু হওয়ার পূর্বে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স আগামী ২রা এপ্রিল শক্তিশালী পাঞ্জাবের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। তবে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতার নেতৃত্বে কে থাকবেন সে প্রসঙ্গে কোনরকম ইঙ্গিত দেয়নি আইপিএলের সফল দলটি।

Advertisements