IPL 2023: শেষ মুহূর্তে এই বড় দুঃসংবাদ এলো চেন্নাই শিবিরে, হতাশায় নিমজ্জিত ভক্তরা

আর মাত্র দুটি প্রহরের অপেক্ষা, এরপর পৃথিবীর বৃহত্তম স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। আপনাদের জানিয়ে রাখি, মরশুমের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আর মাত্র দুটি প্রহরের অপেক্ষা, এরপর পৃথিবীর বৃহত্তম স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। আপনাদের জানিয়ে রাখি, মরশুমের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব সামলাবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতবার আইপিএলে রবীন্দ্র জাদেজার কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়ে যে বড় ভুল করেছিল চেন্নাই সুপার কিংস, সেই ভুল রাস্তায় আর হাঁটতে রাজি নয় চারবারের শিরোপা জয়ী এই দলটি।

Advertisements

তাই এবার আইপিএল শুরু হওয়ার পূর্বেই মহেন্দ্র সিং ধোনির কাঁধে অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দিয়েছে দলটি। আগামী ৩১ মার্চ গুজরাটের বিপক্ষে নিজেদের পঞ্চম বারের শিরোপা জয় নিশ্চিত করতে মাঠে নামবে শক্তিশালী দলটি। তবে ১৬ তম আসরে মাঠে নামার পূর্বেই চরম দুঃসংবাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবেন না চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেটার তথা ইংল্যান্ডের সুপার অলরাউন্ডার বেন স্টোকস সম্প্রতি পায়ে চোট পেয়েছেন। যে কারণে আইপিএলের প্রথম ম্যাচে শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতে পারেন তিনি। সূত্রের খবর, স্টোকসের বাম হাঁটুতে একটি চোট রয়েছে, যা নিয়ন্ত্রণের জন্য কর্টিসোন ইনজেকশন দেওয়া হয়েছে। যেন বিশ্ব চ্যাম্পিয়ন এই ক্রিকেটারের চোট না বেড়ে যায় সেই কারণে প্রথম ম্যাচে তাকে দিয়ে বল করানো হবে না বলে অনুমান করা হচ্ছে।

সেক্ষেত্রে আইপিএলের ১৬ তম আসরের প্রথম ম্যাচে যে বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছে চেন্নাই সুপার কিংস সে কথা বলে দিতে হয় না। যদি চেন্নাইয়ের পরিপ্রেক্ষিতে বেন স্টোকসের কথা বলি, তবে প্রথম দিন থেকে তিনি চেন্নাইয়ের এক্স-ফ্যাক্টর হিসেবে কার্যকর প্রমাণিত হতে পারেন। উল্লেখ্য, চলতি বছর মেগা নিলাম থেকে ইংল্যান্ডের এই প্রতাপশালী অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল চেন্নাই সুপার কিংস।

Advertisements