Prithvi Shaw: পৃথ্বী কান্ডে নতুন মোড়, ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে FIR করলেন স্বপ্না গিল

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন স্বপ্না গিল। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন স্বপ্না। পৃথ্বী শ নাকি তাঁর গোপনাঙ্গে হাত…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন স্বপ্না গিল। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন স্বপ্না। পৃথ্বী শ নাকি তাঁর গোপনাঙ্গে হাত দিয়েছিলেন। শারীরিকভাবে করেছিলেন হেনস্তা। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন এই ভোজপুরি অভিনেত্রী। তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর জামিন পেয়ে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন তিনি ।

Advertisements

যদি পুরো ঘটনা কথা বলি তবে আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহে মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেল বন্ধুদের সাথে ডিনার করতে গিয়েছিলেন পৃথ্বী শ। আর সেখানে স্বপ্ন সহ তার ৭ বন্ধু পৃথ্বী-র সঙ্গে ছবি তোলার জন্য বায়না করতে থাকেন বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেটার। তিনি পুলিশের কাছে আরও বলেন, কয়েকটি ছবি তোলার পরেও আরও ছবি তোলার জন্য জোর জবরদস্তি করছিল স্বপ্না। তবে সেই আবদার মেনে না নেওয়ায় ঝগড়া করতে শুরু করে ওই অভিনেত্রী। বিষয়টি জানতে পেরে হোটেল ম্যানেজার ওই অভিনেত্রীকে বাইরে বের করে দেন। এরপর পৃথ্বী শ ডিনার শেষ করে বাইরে বেরোতেই দলবল নিয়ে তার ওপর আক্রমণ করেন ওই ভোজপুরী অভিনেত্রী।

Advertisements

এরপর ভারতীয় ক্রিকেটারের তরফ থেকে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয় ওই ভোজপুরি অভিনেত্রী সহ তার আরও ৭ বন্ধুর নামে। অভিযোগের ভিত্তিতে ভোজপুরি অভিনেত্রীকে গ্রেফতার করে জেল হেফাজতে নেওয়া হয়। স্বপ্নার উকিলের তরফ থেকে জামিনের আবেদন করা হলে সেই আর্জি মঞ্জুর করেন জেলা ম্যাজিস্ট্রেট। এরপর জেল থেকে ছাড়া পেয়েই ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-র উপর শ্লীলতাহানির অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৫০৯ ধারা, ৩৫১ ধারা, ৩২৪ ধারা, ৩২৩ ধারা এবং অন্যান্য ধারায় মামলা করেছেন ওই ভোজপুরী অভিনেত্রী।

Advertisements