ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক যে কত বিশাল তা কাউকে বলে দিতে হয় না। বিরাট কোহলি থেকে শুরু করে জাহির খান, একাধিক তারকা ক্রিকেটার বলিউড অভিনেত্রীদের প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন। শেষমেষ সাত পাকে বাঁধা পড়ে জীবন অতিবাহিত করছেন ভারতের একাধিক ধারক ক্রিকেটার।
৯০ দশকের সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তৎকালীন ভারতের সেরা ব্যাটসম্যান অজয় জাদেজা। এ কথা কারোর অজানা নয় যে, তাদের মধ্যকার সম্পর্কটি বেশ দীর্ঘস্থায়ী হয়েছিল। তবে কোন এক বিশেষ কারণে দুজনের সম্পর্কের শেষ পরিণতি ঘটেনি।
যদি মাধুরী দীক্ষিতের কথা বলি, তবে তিনি তার অভিনয়, নৃত্য এবং নয়নাভিরাম সৌন্দর্যের কারণে সেই সময় লক্ষ লক্ষ পুরুষের বুকে ভালোবাসার আগুন জ্বালিয়ে ছিলেন। অজয় জাদেজা ছিলেন তার মধ্যে একজন। তবে রাজ পরিবারের সদস্য হওয়ায় তাদের সম্পর্ক মেনে নেয়নি কোন পরিবারের লোকজন। তাছাড়া অজয় জাদেজা ম্যাচ ফিক্সিং কান্ডে জড়িয়ে পড়লে তাদের মধ্যে সম্পর্কের বাঁধন ছিন্ন হয়।
এরপর ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে পরিচয় ঘটে বলিউডের শীর্ষ অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। সেই পরিচয় একসময় পরিণতিতে রূপান্তরিত হয়। বর্তমানে শ্রীরাম নেনের সঙ্গে দুই সন্তানকে নিয়ে বেশ সুখী রয়েছেন মাধুরী দীক্ষিত। তবে ম্যাচ ফিক্সিং-এ জড়িয়ে পড়ার পর থেকে হঠাৎ করেই ক্রিকেট জগত থেকে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন জাদেজা।