CSK Vs GT: গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের নেতৃত্বে থাকবে না ধোনি! টিমের সিইওর মন্তব্যে আতঙ্ক ছড়ালো নেট পাড়ায়

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল অর্থাৎ ৩১শে মার্চ আইপিএলের ১৬ তম আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে মাঠে নামতে চলেছে চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল অর্থাৎ ৩১শে মার্চ আইপিএলের ১৬ তম আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে মাঠে নামতে চলেছে চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস। গুজরাটের আমেদাবাদে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম ইতিমধ্যে সেজে উঠেছে উদ্বোধনী ম্যাচের উদ্দেশ্যে। পাশাপাশি দুই শক্তিশালী দল ইতিমধ্যে কঠোর অনুশীলন শুরু করেছে মাঠে নামার পূর্বে। গতকালের রোমাঞ্চকর ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনায় সময় কাটাতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, গুজরাটের নেতৃত্ব হার্দিক পান্ডিয়ার হাতে থাকলেও চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এর কারণ, অনুশীলনের সময় হাঁটুতে চোট পান মহেন্দ্র সিং ধোনি। পরে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, অন্তত প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন না ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Advertisements

তবে সেই জল্পনা কার্যত উড়িয়ে দিলেন চেন্নাই সুপার কিংস দলের সিইও কাশী বিশ্বনাথন। তার একটি বক্তব্যে সমস্ত জল্পনার পরিসমাপ্তি ঘটেছে। এদিন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন প্রেস কনফারেন্সে বলেন,”গুজরাটের বিপক্ষে নেতৃত্ব দেওয়ার জন্য মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণভাবে প্রস্তুত। চোট নিয়ে চিন্তার কোন কারণ নেই।”

কাশী বিশ্বনাথনের এমন মন্তব্যের পর আশা করা যাচ্ছে, গুজরাটের বিপক্ষে দলের নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। আপনাদের জানিয়ে রাখি, ২০২২ আইপিএলে রবীন্দ্র জাদেজার উপর নেতৃত্ব তুলে দিয়ে চরম ভুল পদক্ষেপ নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছিল চারবারের চ্যাম্পিয়ন এই দলটি। ফলে স্বাভাবিকভাবে মহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকতে অধিনায়ক পরিবর্তন করার দুশ্চিন্তাও করবে না চেন্নাই সুপার কিংস।

Advertisements