IPL 2023: ধোনির নেতৃত্বে IPL জিতবে CSK, এই 3 কারণে নিশ্চিত হবে শিরোপা

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2023 আইপিএলে চেন্নাই সুপার কিংসের মাঠে নামা একপ্রকার নিশ্চিত। আইপিএলের প্রথম ম্যাচে শক্তিশালী গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2023 আইপিএলে চেন্নাই সুপার কিংসের মাঠে নামা একপ্রকার নিশ্চিত। আইপিএলের প্রথম ম্যাচে শক্তিশালী গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যে চেন্নাইয়ের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের শিবিরে যোগ দিয়েছেন। গতবার আইপিএলে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে ভরাডুবি ঘটেছিল চেন্নাই সুপার কিংসের। ফলে গ্রুপ পর্যায়ে থেকে বাড়ি ফিরতে হয়েছিল চারবারের চ্যাম্পিয়নকে। চলতি বছর আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই তিন বিশেষ কারণে শিরোপা জিতবে চেন্নাই সুপার কিংস।

Advertisements

1. দুর্দান্ত অলরাউন্ডার: আইপিএলের আসরে সবচেয়ে বেশি অলরাউন্ডার রয়েছে চেন্নাই সুপার কিংস শিবিরে। রবীন্দ্র জাদেজা, মইন আলি, দীপক চাহার এবং শিবম দুবের মত তারকা অলরাউন্ডার রয়েছে মহেন্দ্র সিং ধোনির হাতে। ফলে ব্যাট এবং বোলিংয়ের ক্ষেত্রে একাধিক বিকল্প নিয়ে মাঠে নামতে পারবে চেন্নাই সুপার কিংস।

Advertisements

2. দুর্দান্ত ওপেনিং জুটি: ঋতুরাজ গায়কোওয়াড এবং ডেভন কনওয়ের দুর্দান্ত ওপেনিং জুটির কারণে শিরোপা জিতবে চেন্নাই সুপার কিংস। দুই ক্রিকেটারের মধ্যে যেকোনো একজনের ব্যাট কথা বললে বিরোধী দলের বোলারদের ঘুম উড়ে যাবে। যদি একক ব্যাটসম্যানের কথা বলি সেক্ষেত্রে ঋতুরাজ গায়কোওয়াড এখনো পর্যন্ত 36টি আইপিএল ম্যাচে 1207 রান করেছেন, যার মধ্যে 1টি সেঞ্চুরি সহ 10টি হাফ সেঞ্চুরি রয়েছে।

3. মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব: চেন্নাই সুপার কিংসের কাছে মহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞ অধিনায়ক রয়েছে। যার নেতৃত্বে ভারতীয় দল 3টি আইসিসি ট্রফি সহ চেন্নাই সুপার কিংস 4টি আইপিএল ট্রফি জিতেছে। এছাড়া তার নেতৃত্বে আইপিএলের ইতিহাসে সর্বাধিক বার আইপিএলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া পৃথিবীর অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি দলে থাকায় শিরোপা ঘরে উঠতে পারে চেন্নাই শিবিরে।

Advertisements