একই দেশের হয়ে 22 গজ কাঁপিয়েছেন ভারতের দুই বিস্ফোরক ক্রিকেটার বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। 2011 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে এই দুই ক্রিকেটারের ব্যাটিংয়ের উপর নির্ভর করে ম্যাচ জেতে ভারত। অথচ আইপিএলে নিজেদের ফ্রাঞ্চাইজির জন্য একে অপরের সাথে ভয়ানক সংঘর্ষে লিপ্ত হলেন দুই তারকা ক্রিকেটার।
খেলার মাঠে হয়তো এমন সংঘর্ষ বিগত এক দশকেও দেখেনি ক্রিকেট বিশ্ব। গতকাল লখনউয়ের মাটিতে রাহুলদের বিপক্ষে খেলতে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর সেই ম্যাচের পারদ উত্তেজনার গণ্ডি ছাড়িয়ে পৌঁছায় বিস্ফোরক হওয়ার পর্যায়ে। যদিও শেষমেষ দুই দলের ক্রিকেটাররা বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে টেনে আলাদা করেন। তবে খেলার মাঠে আকস্মিত এমন আচরণে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Gambir didn't shaken his hands with KING #ViratKohli #RCBVSLSG #gambir #LSGvsRCB #KLRahul𓃵 #viratkholi pic.twitter.com/7ZpEiB5tCS
— Mohan Tiwari (@mohan98801) May 1, 2023
বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা 2.21-এর লেভেল 2 অপরাধ স্বীকার করেছেন। ফলে শাস্তি হিসেবে দুজনের ম্যাচ ফি-র 100% কাটা যাবে। এদিকে বিরাট-গম্ভিরের সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়েন নবীন-উল-হক। তিনিও আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা 2.21-এর লেভেল 1 অপরাধ স্বীকার করেছেন। ফলে তার ম্যাচ ফি-র 50% জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যদি বিরাট-গম্ভীর সংঘর্ষের সূত্রপাতের কথা বলি, তবে ঘটনাটির সূত্রপাত ঘটে চিন্নস্বামীতে যেখানে ব্যাঙ্গালোরকে হারিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করেছিলেন লখনউ সুপার জায়েন্টসের মেন্টর গৌতম গম্ভীর। সেই সময় বিষয়টি ব্যাঙ্গালোরের খেলোয়াড়দের চোখে পড়লেও চোখ বন্ধ করে মাঠ ত্যাগ করেছিলেন বিরাট কোহলিরা। অপেক্ষা করছিলেন, গ্রুপ পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচের জন্য।
আর গতকাল লখনউয়ের ঘরের মাটিতে সেই সুযোগ আশ্চর্যজনকভাবে পেয়ে যায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলোয়াড়রা। যে সুযোগের সদ্ব্যবহার করতে একটুও ভোলেননি ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনিও ম্যাচ জয়ের পর একই ধরনের অঙ্গভঙ্গি করেন গৌতম গম্ভীরের উদ্দেশ্যে। ফলে দেখতে না দেখতেই ক্রিকেট ময়দান যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়।