নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি ব্যাট হতে ব্যর্থ হলেও ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। অস্ট্রেলিয়াকে এক ইনিংস সহ ১৩২ রানে পরাজিত করে ভারত। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে উদযাপনে ফেটে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে যোগ দেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ব্যাট হাতে পারফরমেন্স না করলেও শেষ মুহূর্তে বিরাট কোহলি এমন একটি কাজ করেছেন যা আলোচিত হচ্ছে গোটা বিশ্বে। খেলার মাঠে সর্বদা আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে ভারতের এই তারকা ক্রিকেটারকে। পাশাপাশি দলকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বিরাট কোহলিকে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ঠিক এমন কাজ করেছেন রান মেশিন।
That’s Kohli 🥰… nothing Do in game But he give his moves So can Add A movement #jhum #ViratKohli𓃵 #Pathaan #INDvsAUS #BorderGavaskarTrophy2023 movement pic.twitter.com/5BuTrjstMp
— Sartaj 🇮🇳 (@i_amSartaj) February 11, 2023
সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস সহ ১৩২ রানে পরাজিত করে জয় সেলিব্রেশন করতে সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার গান বেছে নেন ভারতের দুই তারকা ক্রিকেটার। “ঝুমে জো পাঠান” গানে নেচে ম্যাচে জয় সেলিব্রেশন করেন তারা। যে ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ ভিউজের পাশাপাশি ভিডিওটি ভালোবাসা পেয়েছে অগণিত। পাশাপাশি ভিডিওটি শেয়ার করা হয়েছে কয়েক হাজার বার।