সমস্ত উত্তেজনার সমাপ্তি ঘটতে চলেছে ক্রিকেটপ্রেমীদের। ভারত-পাকিস্তান নিয়ে নতুন আপডেট আসতেই চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেট মহলে। আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ শ্রীলংকার আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের। তবে সেই খেলা আজকের জন্য স্থগিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ইতিপূর্বে গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচের সমাপ্তি ঘটেছিল অমীমাংসিত ভাবে। বৃষ্টির কারণে বাতিল করা হয়েছিল গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি। সেই একই কারণে সুপার-৪ এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটিও স্থগিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
শ্রীলংকার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ মুষলধারে বৃষ্টি হতে পারে শ্রীলংকার কলম্বোতে। যেহেতু আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম কলম্বোতে অবস্থিত, আর সেই কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটির একটি বলও মাটিতে গড়াতে না পারে বলে মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয়, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে দ্বিতীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত-পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি আয়োজন করার উদ্দেশ্যে ‘রিজার্ভ ডে’ ঘোষণা করেছিল ACC। তবে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুসারে আগামী ১১ই সেপ্টেম্বরও মুষলধারে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। যদি টানা দু’দিন শ্রীলঙ্কায় মুষলধারে বৃষ্টি হয়, সেক্ষেত্রে বাতিল বলে ঘোষণা করা হবে দুই শক্তিধর দেশের ম্যাচটি। আর সেক্ষেত্রে ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ দেখার জন্য অপেক্ষা করতে হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের জন্য।