ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলি যে একজন বিশাল ব্যক্তিত্ব তা নিশ্চয়ই কাউকে বলে দিতে হয় না। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পাঁচ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করা হলে নিঃসন্দেহে সেখানে স্থান পাবে বিরাট কোহলির নাম। বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বে খুব কম ব্যাটসম্যান রয়েছে, যাদের বিরাট কোহলির সাথে তুলনা করা যেতে পারে। ২০১৯ সাল পর্যন্ত ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ করলেও বিগত আড়াই বছর ধরে বেশ শান্ত ছিলেন বিরাট কোহলি।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে ১৮৬ রানের বিশাল ইনিংস খেলে ফের নিজের অস্তিত্বের জানান দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ইতিপূর্বে ২০২২ সালের ডিসেম্বরে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও শত রানের ইনিংস এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। যদি আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শত রানের রেকর্ডের কথা বলি, তবে বিরাট কোহলি এখনো পর্যন্ত ওডিআই ক্রিকেটে ৪৬টি সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটে ২৮টি সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১টি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ সর্বমোট ৭৫টি সেঞ্চুরির মালিক তিনি।
এদিকে বিগত আড়াই বছরের বেশি সময় ধরে তার ব্যাগ থেকে লম্বা ইনিংস না আসার কারণে বিভিন্ন সময়ে একাধিক সিরিজ থেকে বাদ পড়েছিলেন বিরাট কোহলি। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এদিন এমন একটি বিবৃতি দিয়েছেন, যার কারণে সংবাদ মাধ্যম বর্তমানে উত্তপ্ত রয়েছে। তিনি বলেন,”আমি কখনোই মনে করি না বিরাট কোহলি ফর্মের বাইরে ছিলেন। তিনি ধারাবাহিকভাবে রান করেছেন। হ্যাঁ, হয়তো শত রানের ইনিংস আসেনি তার ব্যাট থেকে। তাই বলে এই নয় যে তিনি ফর্মের বাইরে ছিলেন। এর মধ্যে তার ব্যাট থেকে ৭-৮টি অর্ধশতরানের ইনিংস এসেছে। তবে বিরাটের কাছ থেকে আমাদের প্রত্যাশা এতটাই বেশি যে, অর্ধ শতাধিক রানের ইনিংস গুলোর কথা আমরা ভুলে গেছি।”