IPL 2023: দুঃসংবাদ চেন্নাই শিবিরে, IPL 2023 থেকে কি ছিটকে যাবেন বেন স্টোকস?

আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র ৩০ দিনের অপেক্ষা। আর এরই মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস শিবিরে। কারণ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র ৩০ দিনের অপেক্ষা। আর এরই মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস শিবিরে। কারণ আসন্ন আইপিএলের মেগা আসর থেকে বাদ পড়তে পারেন তারকা ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। এই নিবন্ধে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার কথা ইংলিশ এই তারকা অলরাউন্ডারের।

Advertisements

তবে চলমানরত নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজে হাঁটুতে চোট পান বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কোনো বল না করা বেন স্টোকস দ্বিতীয় ইনিংসেও মাত্র 2 ওভার বল করেছিলেন। এমন পরিস্থিতিতে এবারের আসর থেকে ছিটকে যেতে পারেন বলে শোরগোল উঠেছিল সংবাদপত্রে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বেন স্টোকসের হাঁটুর চোট গুরুতর হলে আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বেই ব্যাগ ফুটে যাবে চেন্নাই সুপার কিংস।

Advertisements

এমন পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য দারুন সুখবর দিলেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। এদিন তিনি বলেন,’আমি আসন্ন আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে খেলব। আমি সিএসকে কোচ ফ্লেমিং-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তিনি আমার স্বাস্থ্য সম্পর্কে সবই জানেন। আশা করছি খুব দ্রুত চোট ক্রিকেটের জগতে ফিরতে পারবো।’

এক নজরে চেন্নাই সুপার কিংসের শক্তিশালী স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, অম্বাতি রাইডু, ডেভন কনওয়ে, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলী, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গারগেকার, ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, দীপার্দশা দীপার্ধ, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ তিক্ষনা, বেন স্টোকস, অজিঙ্কা রাহানে, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন, অজয় ​​মন্ডল, ভগত ভার্মা।

Advertisements