আসন্ন ২০২৩ আইপিএল উপলক্ষে সভার প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের শিবিরে যোগ দিয়েছেন প্রায় দিন ১৫ আগে। সেখানে জমিয়ে অনুশীলন করছেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক। আগামী ৩১শে মার্চ শক্তিশালী গুজরাটের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এমন পরিস্থিতিতে নিজের দলকে গুছিয়ে নিতে সর্বোচ্চ পরিকল্পনা গ্রহণ করছেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। ফলে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি নিজেদের দলকে সম্পূর্ণভাবে সাজিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছে। আইপিএলের মেগা নিলামের পর যেসব ক্রিকেটার চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তাদের বদলি ঘোষণা করতে শুরু করেছে আইপিএলের দলগুলি। আর এই তালিকয় নিজেদের নাম লিখেছে চেন্নাই সুপার কিংস। মেগা নিলাম থেকে ১ কোটি টাকায় কেনা বোলার কাইল জেমিসন সম্প্রতি চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন। তার স্থানে প্রাণঘাতি বোলারের নাম ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস।
🚨 NEWS 🚨
Sisanda Magala joins Chennai Super Kings as a replacement for Kyle Jamieson.
Details 👇 #TATAIPL https://t.co/vnO7cqEzU0
— IndianPremierLeague (@IPL) March 19, 2023
চেন্নাইয়ের অফিসিয়াল টুইটার পেজ থেকে এই পরিবর্তনের খবর জানানো হয়েছে। চেন্নাই শিবির থেকে বলা হয়েছে, কাইল জেমিসনের স্থানে তাদের দলে অন্তর্ভুক্ত হবেন দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার সিসান্ডা মাগালা। আপনাদের জানিয়ে রাখি, মাগালা দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে তিনি বিগত কয়েক বছর ধরে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে নিয়মিতভাবে উইকেট সংগ্রহ করে আসছেন। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের জন্য ৫০ লক্ষ টাকা খরচ করেছে চেন্নাই সুপার কিংস।