IPL 2023: আইপিএলে কে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন? রইল সেরাদের তালিকা

যদি বিশ্বকাপের পরে ক্রিকেটের সেরা কোন মঞ্চ খোঁজা হয়, তবে সেই মঞ্চে নিঃসন্দেহে জায়গা পেয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগ। বিগত ১৫ বছরের আপ্রাণ প্রচেষ্টায় আজ বিশ্বের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

যদি বিশ্বকাপের পরে ক্রিকেটের সেরা কোন মঞ্চ খোঁজা হয়, তবে সেই মঞ্চে নিঃসন্দেহে জায়গা পেয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগ। বিগত ১৫ বছরের আপ্রাণ প্রচেষ্টায় আজ বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়ার লিগে পরিণত হয়েছে আইপিএল। বর্তমানে বিশ্বের প্রত্যেক দেশের তারকা ক্রিকেটার মুখিয়ে থাকে এই টুর্নামেন্ট খেলার জন্য। টাকার বর্ষা তো বটেই, এক ম্যাচে যেকোনো ক্রিকেটারকে বিশ্ব পরিচিত হওয়ার মঞ্চ প্রদান করে থাকে ভারতীয় প্রিমিয়ার লিগ। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, বিশ্বসেরা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি শত রানের মালিক কোন ৫ জন ক্রিকেটার? চলুন জেনে নেওয়া যাক-

৫. ডেভিড ওয়ার্নার: এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সানরাইজ হায়দ্রাবাদে খেলার সময় স্বপ্নের ফর্মে ছিলেন এই ক্রিকেটার। আইপিএলে এখনো পর্যন্ত তার নামের পাশে চারটি শত রানের ইনিংস রয়েছে।

Advertisements


৪. জস বাটলার: এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। ড্যাশিং এই ক্রিকেটার গত মরশুমে আইপিএলে একা অধিপত্য বিস্তার করেছিলেন। তার নামে এখনো পর্যন্ত চারটি সেঞ্চুরি রয়েছে আইপিএলে।

Advertisements


৩. কে এল রাহুল: বর্তমানে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া ভারতীয় ক্রিকেটার রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। আইপিএলে তার নামের পাশে চারটি শতক রয়েছে।


২. বিরাট কোহলি: এই তালিকায় ভারতীয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নাম থাকবে না তা কি হতে পারে? তিনি ২০১৬ সালে চারটি সেঞ্চুরি করেছিলেন আইপিএলের মঞ্চে।


১. ক্রিস গেইল: প্রত্যাশমত এই তালিকায় নাম রয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের। আইপিএলের ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলার পাশাপাশি পাঁচটি শত রানের ইনিংস রয়েছে তার নামে।

Advertisements