IND Vs AUS: ম্যাচ হেরেও পুজারাকে উপহার দিতে ভুললেন না কামিন্স! স্মরণীয় মুহূর্তের ছবি ভাইরাল

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচে ডাহা ব্যর্থ হয়েছে টিম অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে এক ইনিংস সহ ১৩২ রানে পরাজয়ের পর এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচে ডাহা ব্যর্থ হয়েছে টিম অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে এক ইনিংস সহ ১৩২ রানে পরাজয়ের পর এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত বাহিনীর কাছে ৬ উইকেটে হেরেছে শক্তিশালী অস্ট্রেলিয়া। আর এর ফলে চলমানরত বর্ডার-গাভাস্কার সিরিজে ২-০ তে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ধারণা করা হচ্ছে, এই নিয়ে পরপর ৪ বার বর্ডার-গাভাস্কার শিরোপা ঘরে তুলবে ইন্ডিয়া।

Advertisements

তবে ম্যাচ হেরেও বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছে অস্ট্রেলিয়া। কারণ ম্যাচে পরাজয়ের পরেও অস্ট্রেলিয়া টিমের তরফ থেকে এমন একটি কাজ করা হয়েছে যা প্রশংসা কুড়িয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। আসলে সদ্য সমাপ্ত দিল্লি টেস্ট ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার ক্যারিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ ছিল। যে কারণে মাঠে খেলতে নামার আগে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

Advertisements

শুধু তাই নয়, মাঠে নামার পূর্বে তাকে ‘গার্ড অফ অনার’ দেয় ভারতীয় ক্রিকেটাররা। এমনকি শততম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে পূজারার হাতে বিশেষ স্মারকলিপি তুলে দেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে ম্যাচ শেষে। এদিন ম্যাচ শেষ হতেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একটি জার্সি তুলে দেন চেতেশ্বর পুজারার হাতে। আর অস্ট্রেলিয়ার সমস্ত ক্রিকেটারদের সাইন করা সেই জার্সির ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা এখন সংবাদ মাধ্যমের অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

Advertisements