IND Vs AUS: আমেদাবাদ টেস্টে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী, বাড়ানো হলো নিরাপত্তা

আগামী ৯ মার্চ অস্ট্রেলিয়া বিপক্ষে চলমানরত সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামবে টিম ইন্ডিয়া। চলতি সিরিজে ইতিমধ্যে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আগামী ৯ মার্চ অস্ট্রেলিয়া বিপক্ষে চলমানরত সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামবে টিম ইন্ডিয়া। চলতি সিরিজে ইতিমধ্যে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে শুধু সিরিজ জয় নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় নিশ্চিত করতে হবে রোহিত শর্মাদের। এমন পরিস্থিতিতে আগামীকালকের ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisements

এদিকে সিরিজের চতুর্থ ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে আরও উল্লেখযোগ্য হয়ে উঠেছে ভারতের প্রধানমন্ত্রীর জন্য। সূত্রের খবর, সিরিজের শেষ ম্যাচ দেখতে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রনেতা শ্রী নরেন্দ্র মোদি। শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও।

Advertisements

আজ রাতে আহমেদাবাদের উদ্দেশ্যে যাত্রা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও খুব শীঘ্রই পৌঁছাবেন গুজরাটে। সেখানে গভর্নর হাউজে রাত্রি যাপন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে খেলার মাঠে দুই রাষ্ট্রনায়কের উপস্থিতির জন্য কঠোর নিরাপত্তা ঘিরে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম সহ পার্শ্ববর্তী অঞ্চল।

নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মেট্রোর টাইম-টেবিলেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে বলে সূত্রের খবর। ফ্রিকোয়েন্সি বাড়িয়ে ১২ মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা করেছে গুজরাট মেট্রো রেল কর্পোরেশন। গুজরাট ক্রিকেট এসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, ম্যাচ শুরু হওয়ার পূর্বে মাঠেই দুই দেশের রাষ্ট্র নায়ক খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করবেন। পাশাপাশি সেখানে ঘন্টা দুয়েক সময় খেলা উপভোগ করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এই সময়ের জন্য সাধারণ দর্শকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে গুজরাট ক্রিকেট এসোসিয়েশনের তরফ থেকে। জানা গেছে, সকাল ১০:৩০ নাগাদ স্টেডিয়াম ত্যাগ করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

Advertisements