ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ এই মুহূর্তে ব্যক্তিগত কারণে সংবাদ শিরোনামে রয়েছেন। বিগত বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় কয়েকজন মেয়ের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। শুধু তাই নয়, শেষমেষ হাতাহাতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ভারতীয় ক্রিকেটারের তরফ থেকে।
ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ জানান, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার কারণে তিনি বন্ধুদের সাথে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ডিনার উপভোগ করতে এসেছিলেন। সেখানে ৭-৮ জনের একটি দল তার সাথে ছবি তোলার আবদার জানায়। এমনকি তাদের সাথে কয়েকটা ছবি তুলেছেন তিনি। তবে সময় গড়াতে আরও ছবি তোলার জন্য বায়না করতে থাকে ওই দলটি।
সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত স্বপ্না গিল নামে এক মহিলার নেতৃত্বে ওই দলটি পৃথ্বী শ-কে ছবি তোলার জন্য জোর জবরদস্তি করতে শুরু করে। বিষয়টি হোটেল ম্যানেজারকে জানানো হলে অবিলম্বে তাদের হোটেল পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, হোটেল পরিত্যাগ করে বাইরেই পৃথ্বী শ-এর জন্য নাকি অপেক্ষা করছিলেন তারা। ডিনার শেষ করে বাইরে বেরুতেই তাকে এবং তার গাড়ি উদ্দেশ্য করে হামলা চালায় ওই দলটি।
Hustle video of #Cricketer #Prithvishaw & #influencer #Sapnagill outside Barrel mansion club in vile parle east #Mumbai, it is said that related to click photo with cricketer later whole fight started. @PrithviShaw @MumbaiPolice @DevenBhartiIPS @CPMumbaiPolice @BCCI pic.twitter.com/6LIpiWGkKg
— Mohsin shaikh 🇮🇳 (@mohsinofficail) February 16, 2023
যদিও এই ঘটনায় কোনরকম ভাবে ক্ষতিগ্রস্ত হননি ভারতীয় ক্রিকেটার। তবে পৃথ্বী শ-এর উপর হামলার কারণে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর অনুলিপি অনুসারে, অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির 143, 148, 149, 384, 427, 504 এবং 506 ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। যেখানে দু’জন নামধারী এবং ৬ জন অজ্ঞত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।