কথাটি শুনতে অবাস্তব মনে হলেও এমনটাই ঘটতে চলেছে দিল্লি শিবিরে। দিল্লির শিবির এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এমনই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে। আজ শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচে উপস্থিত থাকবেন দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু দলের জার্সিতে মাঠে নামার বদলে দর্শকের আসনে বসে দলের জন্য সমর্থন করতে দেখা যাবে ভারতের এই তরুণ উইকেট রক্ষককে।
আসলে গত বছর ডিসেম্বরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। এরপর থেকে বিগত চার মাসেরও বেশি সময় ধরে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা রত রয়েছেন তিনি। শুধু তাই নয়, পায়ে অস্ত্র প্রচার করার মতো পরিস্থিতিও মেনে নিতে হয়েছে ভারতের এই উইকেট রক্ষককে। দুর্ঘটনার কবলে পড়ার কারণে আগামী এক বছর কোনরকম ক্রিকেট খেলবেন না ভারতীয় উইকেট রক্ষক, এমন তথ্য জানানো হয়েছে ন্যাশনাল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে।
তবে আজ নিজের দল দিল্লীর সমর্থনে দর্শক আসনে বসে থাকতে দেখা যাবে ঋষভ পন্থকে। শুধু এখানেই শেষ নয়, দলের কোচ রিকি পন্টিং জানিয়েছেন, প্রতিটা ম্যাচে ঋষভ পন্থকে স্টেডিয়ামে আনার পরিকল্পনা চলছে। এতে আমাদের ক্রিকেটারদের মনোবল বৃদ্ধি পাবে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, দলে ঋষভ পন্থের অনুপস্থিতিতে একেবারে ভেঙে পড়েছে দিল্লির ব্যাটিং অর্ডার। নিজেদের প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
তবে সেই ম্যাচে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো কোটি কোটি ক্রিকেট ভক্ত। নিজেদের প্রথম ম্যাচে ঋষভ পন্থের ১৭ নং জার্সি ডাগআউটে ঝুলিয়ে রাখতে দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। দলের কর্মকর্তারা জানিয়েছেন, ঋষভ পন্থের স্মৃতি স্মরণে রাখতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি ক্যাপিটালস।