ভারতের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ধারাবাহিকভাবে জাতীয় দলে সুযোগ না পেলেও বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। ভারতীয় দল থেকে বারবার উপেক্ষিত হওয়া এই ক্রিকেটার আর কয়েকদিন পর রাজস্থানের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন আইপিএলে। আগামী ২রা এপ্রিল শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আইপিএল ২০২৩ যাত্রা শুরু করবে রাজস্থান রয়্যালস।
জাতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ না পেলেও সঞ্জু স্যামসনের রয়েছে একটি বিশাল ফ্যান ফলোয়িং গ্রুপ। আন্তর্জাতিক ক্যারিয়ার পূর্ণ সম্ভাবনায় না পৌঁছালেও তার ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলা ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসর সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন সঞ্জু স্যামসন। আর অনুশীলনেই তার ব্যাট থেকে ছক্কার ফুলঝুরি দেখলো ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
সম্প্রতি সঞ্জু স্যামসন ফ্যান ফলোইং ইনস্টাগ্রাম পেজ থেকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ভারতীয় এই ক্রিকেটারকে ব্যাট হাতে মাঠের বিভিন্ন প্রান্তে লম্বা শট মারতে দেখা গেছে। কখনো সামনে এগিয়ে এসে কিংবা কখনো ব্যাকফুটে গিয়ে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে দেখা গেছে তাকে।
#SanjuSamson training ahead of the upcoming IPL 2023🔥
©️ IG@/super__samson_ pic.twitter.com/C9vczXA0hr
— Sanju Samson Fans Page (@SanjuSamsonFP) March 19, 2023
আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন এই বছরের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে চোট পান। এরপর থেকে আর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেনি তিনি। শুধু তাই নয়, চোট পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি। সূত্রের খবর, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। আর সেই কারণে টুর্নামেন্টের শুরু থেকে রাজস্থানের নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে।