Shreyas Iyer: দুঃসংবাদ ভারতীয় শিবিরে, ODI সিরিজের পাশাপাশি IPL থেকেও ছিটকে যেতে পারেন শ্রেয়াস আইয়ার

সম্প্রতি অস্ট্রেলিয়া বিপক্ষে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত ফল করেছে ভারত। রোহিত শর্মার সুযোগ্য নেতৃত্বে ভারত ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করেছে। শুধু…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সম্প্রতি অস্ট্রেলিয়া বিপক্ষে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত ফল করেছে ভারত। রোহিত শর্মার সুযোগ্য নেতৃত্বে ভারত ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করেছে। শুধু তাই নয়, সিরিজ জয়ের পাশাপাশি ভারত আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতাও অর্জন করেছে। ২০২৩-এ ওভাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।

Advertisements

এতগুলি খুশির খবরের মধ্যে ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়িয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিনে পিঠে চোট অনুভব করেন শ্রেয়াস আইয়ার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওভার বোলিং করে, তিনি অভিযোগ জানান যে, তার পিঠের একটি অংশ ফুলে গেছে। এরপর ওই ম্যাচে আর ব্যাট করতে পারেননি ভারতের নির্ভরযোগ্য এই ক্রিকেটার।

Advertisements

বর্তমানে শ্রেয়াস আইয়ার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামতে পারবেন না শ্রেয়াস আইয়ার। স্বাভাবিকভাবে শ্রেয়াসকে হারিয়ে চিন্তা বেড়েছে অধিনায়ক রোহিত শর্মার।

এদিকে শ্রেয়াস আইয়ারের চোটের কথা প্রকাশ্যে আসতেই দুশ্চিন্তায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র দিন ১৫ বাকি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেবেন তিনি। আর তার চোটের খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন কলকাতার কর্মকর্তারা। মনে করা হচ্ছে, আইপিএলের প্রাথমিক পর্বের কয়েকটি খেলা চোটের কারণে মিস করতে পারেন শ্রেয়াস আইয়ার।

Advertisements