Team India: কে এল রাহুলের ক্যারিয়ার ধ্বংস করে দিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান, কখনোই ফিরতে পারবেন না দলে

দিন যত অতিক্রান্ত হচ্ছে ভারতীয় দলে কে এল রাহুলের প্রয়োজনীয়তা ততই কমছে। এবার ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের জন্য জাতীয় দলে কে এল রাহুলের প্রত্যাবর্তন একপ্রকার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিন যত অতিক্রান্ত হচ্ছে ভারতীয় দলে কে এল রাহুলের প্রয়োজনীয়তা ততই কমছে। এবার ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের জন্য জাতীয় দলে কে এল রাহুলের প্রত্যাবর্তন একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিলের দুর্দান্ত পারফরমেন্স কে এল রাহুলের জন্য বিপদ সংকেত বয়ে নিয়ে এসেছে।

Advertisements

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ব্যক্তিগত ১২৮ রান করে মাঠ ত্যাগ করেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল। শত রানের এই ইনিংসে ১২টি চার সহ ১টি ছক্কা হাঁকিয়েছেন তরুণ এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই শুভমান গিলের ব্যাট থেকে লম্বা ইনিংস আসতেই হাজারো প্রশ্নের মুখে পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার কে এল রাহুল।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন কে এল রাহুল। গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। ফলশ্রুতিতে সিরিজের শেষ দুটি ম্যাচে তাকে ছাঁটাই করতে বাধ্য হন অধিনায়ক রোহিত শর্মা এবং দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

তার স্থানে ভারতীয় একাদশে সুযোগ পেয়েই শত রানের বিধ্বংসী ইনিংস খেলে সংবাদ শিরোনামে উঠে এসেছেন শুভমান গিল। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, তবে জাতীয় দল থেকে গিলকে বাদ দেওয়া অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে কে এল রাহুলের জাতীয় দলে প্রত্যাবর্তনের সমস্ত রাস্তা বন্ধ হবে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এদিকে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৮০ রানের বিশাল লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে দিন শেষে ভারত তিন উইকেট হারিয়ে ২৮৯ রান করেছে।

Advertisements