Team India: ODI বিশ্বকাপের জন্য 17 সদস্যের দলে কারা রয়েছেন? বড় বিবৃতি দিলেন রাহুল দ্রাবিড়

বর্তমানে ভারতীয় দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক পরাজয়ের পর বর্তমানে ওডিআই সিরিজ 1-1…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক পরাজয়ের পর বর্তমানে ওডিআই সিরিজ 1-1 ব্যবধানে সমতা বিরাজ করছে। আজ সিরিজের নির্ণায়ক ম্যাচ তথা শেষ ওডিআই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত।

Advertisements

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ শেষ হওয়ার পূর্বে আসন্ন একদিনের বিশ্বকাপ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এদিন তাকে প্রশ্ন করা হয়, আসন্ন একদিনের বিশ্বকাপ উপলক্ষে তিনি ভারতীয় দলে কাদেরকে দেখতে চাইছেন? প্রশ্নের জবাবে পুরো দল সম্পর্কে না বললেও সূর্য কুমার যাদবকে নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি।

Advertisements

এদিন তিনি কার্যত সরাসরি জানিয়ে দিলেন, যতদিন না পর্যন্ত ভারতীয় দলে শ্রেয়াস আইয়ার প্রত্যাবর্তন করছেন, ততদিন ব্যর্থ হলেও ওডিআই ক্রিকেটে ধারাবাহিকভাবে সুযোগ পাবেন সূর্য কুমার যাদব। তিনি বলেন, ‘চতুর্থ স্থানে ব্যাটিং বিকল্প হিসেবে শ্রেয়াস আইয়ার ছিলেন সম্পূর্ন উপযুক্ত। তবে চোটের কারণে তিনি বর্তমানে দলের বাইরে রয়েছেন। আর সেই কারণে তার ফাঁকা স্থান পূরণ করবেন সূর্য কুমার যাদব।’

আপনাদের জানিয়ে রাখি, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব ওডিআই ক্রিকেটের ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পেয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এমন পরিস্থিতে আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে ভোগাতে পারে চতুর্থ ব্যাটিং বিকল্প।

Advertisements