ভারতীয় ক্রিকেট এবং বলিউডের মধ্যে যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে তা কারো অজানা নয়। বর্তমানে যেমন একাধিক ক্রিকেটার বলিউড অভিনেত্রীর প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন তেমনি একাধিক প্রাক্তন ক্রিকেটারও বলিউড অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন। যদি ভারতীয় ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রীদের প্রেমে হিসাব করা হয় তবে এই তালিকা বেশ লম্বা হয়ে উঠবে। এই তালিকায় যেমন কোহলি-অনুষ্কা কিংবা যুবরাজ সিং-হেজেলের নাম রয়েছে তেমনি ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খানও নাম লিখিয়েছেন এই তালিকায়।
তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেটার জাহির খান নিজের সুন্দরী স্ত্রীর কারণে সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছেন। তিনি বলিউড অভিনেত্রী সাগরিকাকে ২০১৭ সালে বিয়ে করেন। আপনাদের জানিয়ে রাখি, বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সাগরিকা। আর সেখান থেকে তিনি তার রূপের মাধ্যমে জায়গা করে নেন তরুণ নেটিজেনদের হৃদয়ে।
আপনাদের জানিয়ে রাখি, সাগরিকার আগে জাহির খান অন্য এক বলিউড অভিনেত্রী সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। বলিউড অভিনেত্রী ইশা শরভানির সঙ্গে আট বছর সম্পর্কে থাকার পর, ২০১১ বিশ্বকাপের সময় তাদের বিয়ের খবর আসে, তবে কয়েক বছরের মধ্যে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৭ সালের নভেম্বরে সুন্দরী অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন ভারতীয় এই ক্রিকেটার।
যদি জাহির খান এবং সাগরিকার মধ্য ভালোবাসার গল্প বলি, তবে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিয়েতে গিয়ে সাগরিকার সাথে পরিচয় ঘটে জাহির খানের। এরপর ধীরে ধীরে জাহির খান এবং সাগরিকার মধ্যকার সম্পর্কের বন্ডি বাড়তে থাকে এবং একপর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। ২০১৭ সালে জাহির খান যখন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন, সেই সময় তিনি সাগরিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।
যদি বলিউডে সাগরিকার ক্যারিয়ার সম্পর্কে আপনাদের বলি, তবে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে প্রীতি সবরওয়ালের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন সাগরিকা। ২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে হকি খেলতে দেখা গিয়েছিল সাগরিকাকে। এরপর ২০০৯ সালে ‘ফক্স’ ছবিতে উর্বশী মাথুর চরিত্রে অভিনয় করেন তিনি। সাগরিকা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি (সিজন-৬)’-এ ছোট পর্দায়ও অভিনয় করেছেন।