Jasprit Bumrah: ইন্ডিয়ার জন্য সুখবর, শীঘ্রই জাতীয় দলে ফিরছেন এই তারকা বোলার

বর্তমানে বিশ্ব ক্রিকেট আইপিএলের জোয়ারে ভাসছে। ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্যের বেশিরভাগ অংশ এখন ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরমেন্স করতে ব্যস্ত। তবে চোটের কারণে ভারতীয় প্রিমিয়ার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্ব ক্রিকেট আইপিএলের জোয়ারে ভাসছে। ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্যের বেশিরভাগ অংশ এখন ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরমেন্স করতে ব্যস্ত। তবে চোটের কারণে ভারতীয় প্রিমিয়ার লিগ সহ একাধিক দ্বিপাক্ষিক সিরিজ মিস করছেন ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহ সহ শ্রেয়াস আইয়ারের মত তারকা ক্রিকেটাররা।

Advertisements

চলতি বছরের শেষ অংশে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলবে বিরাট কোহলিরা। পাশাপাশি আইপিএলের সমাপ্তি লগ্নে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে টিম ইন্ডিয়া। তবে ভারতের একাধিক তারকা ক্রিকেটার চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকায় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে সম্প্রতি বিসিসিআইয়ের তরফ থেকে এমন একটি তথ্য প্রকাশে এসেছে, যেটি শোনার পর আনন্দে ভাসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ভারতের তারকা বোলার জসপ্রিত বুমরাহকে নিয়ে এদিন বড় আপডেট দিল বিসিসিআই। এদিন এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপচারের পর বিগত সপ্তাহ দুয়েক আগে দেশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। পাশাপাশি সপ্তাহখানেক আগে থেকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে যোগ দিয়েছেন তিনি।

এদিকে ন্যাশনাল ক্রিকেট একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে জসপ্রিত বুমরাহ পুরোপুরি সুস্থ রয়েছেন। ইতিমধ্যে কয়েকদিন ধরে বোলিং অনুশীলন করছেন তিনি। এমনকি অনুশীলনের সময় এই মুহূর্তে কোনরকম চোট অনুভব করছেন না জসপ্রিত বুমরাহ। ফলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো সম্ভব না হলেও ভারতের মাটিতে বিশ্বকাপে বুমরাহর উপস্থিতি নিশ্চিত হতে পারে বলে মনে করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisements
Advertisements