IPL: আইপিএলের এই বিস্ময়কর রেকর্ড ভাঙ্গা অসম্ভব, তালিকায় রয়েছে দুই ভারতীয় ক্রিকেটারের নাম

চলতি মাসের ৩১শে তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩ এর মেগা আসর। ইতিমধ্যে আইপিএলের প্রত্যেকটি দল নিজেদের শিবির স্থাপন করতে তৎপর হয়ে উঠেছে। ভক্তদের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

চলতি মাসের ৩১শে তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩ এর মেগা আসর। ইতিমধ্যে আইপিএলের প্রত্যেকটি দল নিজেদের শিবির স্থাপন করতে তৎপর হয়ে উঠেছে। ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটবে ২৮শে মে আইপিএলের ফাইনাল ম্যাচ দিয়ে। আজ আমরা এই নিবন্ধে আপনাদের আইপিএলের এমন কিছু বিস্ময়কর রেকর্ড সম্পর্কে জানাতে চলেছি, যা ভাঙ্গা এক প্রকার অসম্ভব। চলুন দেখে নেয়া যাক আইপিএলের বিস্ময়কর রেকর্ড গুলি-

Advertisements


এক ইনিংসে সর্বাধিক রান: আইপিএলের ইতিহাসে এই বিস্ময়কর রেকর্ডটি অন্তর্ভুক্ত রয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের নামে।২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে গেইল একাই ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। যা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে একক ব্যাটসম্যানের সর্বাধিক স্কোর।

Advertisements


এক মরশুমে সর্বাধিক স্কোর: আইপিএলের ইতিহাসে এই বিস্ময়কর রেকর্ডটি রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলির নামে। সালটা ২০১৬, আইপিএলের ইতিহাসে এক মরশুমে সবচেয়ে বেশি রান করেন কোহলি। ২০১৬ আইপিএলে ১৬ ম্যাচে তিনি ৯৭৫ রান করেছিলেন। যার মধ্যে চারটি শত রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। স্মরণীয় রেকর্ড গড়লেও সে বছরও শিরোপা জিততে পারেনি রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।


সফল অধিনায়ক: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে। তবুও তিনি আইপিএলের সেরা সফল অধিনায়ক নন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৯ বার প্লে-অফে পৌঁছানোর পাশাপাশি ৪ বার শিরোপা জিতেছে।

Advertisements