শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের চতুর্থ দিনে বিরাট কোহলির ব্যাট থেকে 186 রানের লম্বা ইনিংস যুক্ত হয় ভারতীয় খাতায়। মূলত বিরাট কোহলির লম্বা ইনিংসের ওপর নির্ভর করে ভারত দিনশেষে 571 রান সংগ্রহ করতে সক্ষম হয়।
তবে এদিন ব্যক্তিগত শত রানের পাশাপাশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে নিজের নাম লিখিয়েছেন বিরাট কোহলি। যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বাধিক রান সংগ্রাহকের কথা বলি, তবে বিরাট কোহলি 20টি টেস্ট 4টি সেঞ্চুরি ও 5টি অর্ধশত রান সহ মোট 1662 রান করেছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুনীল গাভাস্কার 20 টেস্টে 4টি শতক সহ মোট 1550 রান করেছেন।
যদি বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত শত রানের সুবাদে টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারের 28 তম সেঞ্চুরি করেছেন তিনি। যদি সব প্রকার ক্রিকেটের কথা বলি, তবে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এখনো পর্যন্ত মোট 75টি সেঞ্চুরি করেছেন।
যদি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির শেষ সেঞ্চুরির কথা বলি, তবে ২২ নভেম্বর ২০১৯ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শেষবারের মতো শত রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এরপর দীর্ঘ 1205 দিন পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টে শতরানের ইনিংস খেললেন রান মেশিন।