Virat Kohli: ‘ও ২১ বছর ধরে দেশের বোঝা থেকেছে’, শচীনের উদ্দেশ্যে ঝাঁজালো মন্তব্য কোহলির

বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে লজ্জা জনক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে লজ্জা জনক ভাবে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। আগামী ১লা মার্চ ইন্দোরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বিরাট কোহলিরা। তবে সেই ম্যাচে মাঠে নামার পূর্বে বিরাট কোহলির একটি মন্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নিয়ে করা সেই মন্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট পাড়ায়। পাশাপাশি শচীন টেন্ডুলকারকে নিয়ে বিরাট কোহলির ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এদিন বিরাট কোহলি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান,”২৮ বছর পর ঘরের মাটিতে বিশ্বকাপ জয় করেছিল টিম ইন্ডিয়া। আর ক্যারিয়ারের ২১ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্ন সত্যি হয়েছিল শচীন টেন্ডুলকারের। ২১ বছর ধরে ও মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ঘুরেছে। আর বিশ্বকাপ জয়ের পর আমরা ওকে কাঁধে নিয়ে ঘুরেছি। তবে ২১ বছর ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বহন করা নিঃসন্দেহে ওর জন্য ভারী ছিল।”

Advertisements

শচীন টেন্ডুলকারের উদ্দেশ্যে বিরাট কোহলির এমন আবেগঘন মন্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। আপনাদের জানিয়ে রাখি, ১৯৮৩ সালের পর ২০১১ সালে ঘরের মাটিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের পাশাপাশি একাদশে ছিলেন বিরাট কোহলিও। এদিন সেই প্রসঙ্গ টেনে এনে বিরাট কোহলি বলেন,”শচীন টেন্ডুলকার একটি বিশ্বকাপ জয়ের জন্য ৬ টি বিশ্বকাপ খেলেছে। আর আমি প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের সাধ পেয়েছি। তাহলে বুঝতে হবে একটি বিশ্বকাপ জয় করতে কতটা ধৈর্য ধরতে হয়েছে তাকে। তবুও সমস্ত সমালোচনা ভুলে দলের জন্য দুই হাতে রান করেছেন তিনি।”

Advertisements